শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৭, ০১:১৯ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৭, ০১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

নুরনবী সরকার, লালমনিরহাট : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে নিহত বাংলাদেশি যুবক ফরিদ উদ্দিনের (২২) লাশ ভারতে ময়না তদন্ত শেষে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্ট এলাকায় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) নাজমুল হোসেন মন্ডল লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার পরিদর্শক(তদন্ত) ফিরোজ কবীরের নিকট ফরিদ হোসেন শরীফের লাশ হস্তান্তর করেন। এ সময় ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানী কমান্ডার সুবাশ চন্দ্র, বিএসবাড়ী কোম্পানী কমান্ডার সুরেশ শর্মা ও রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানী কমান্ডার আব্দুল বাতেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পাটগ্রাম থানার ওসি (তদন্ত) ফিরোজ কবীর বলেন, বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি ফরিদ হোসেন শরীফের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সুরতহাল এবং ময়না তদন্ত প্রতিবেদনে বিএসএফের গুলিতে ফরিদ হোসেন শরীফ নিহত হওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৫ নভেম্বর) রাত দেড়টার দিকে সীমান্তের ওই সীমান্ত ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু পারাপার করার সময় ভারতীয় ৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএস বাড়ী ক্যাম্পের বিএসএফ টহল দলের সদস্যরা গুলি করলে বুড়িমারী ইউনিয়নের ঠাকুরপাড়া উফারমারা গ্রামের শামসুল হকের ছেলে ফরিদ উদ্দিন ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। সম্পাদনা: মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়