শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাংকের শেয়ারের দাপটে পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

মাসুদ মিয়া: পতনের এক কার্যদিবস পরেই ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাপটে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস পুঁজিবাজারে মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৬ পয়েন্ট এবং সিএসইতে সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স বেড়েছে ৮৩ পয়েন্ট। সূচকের উত্থান ঘটলেও ডিএসইতে এদিন লেনদেন কিছুটা কমেছে। তবে সিএসইতে লেনদেন বেড়েছে। দুই বাজারেই মূল্য সূচকের বড় উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্যাংক খাত। ডিএসইতে লেনদেন হওয়া মাত্র একটি ব্যাংকের শেয়ার দাম আগের দিনের তুলনায় কমেছে। বিপরীতে বেড়েছে ২৫টির দাম। আর সিএসইতে ২৩টি ব্যাংকের শেয়ার দাম বেড়েছে এবং কমেছে ছয়টির দাম। ব্যাংক খাতের পাশাপাশি এদিন অন্য খাতের কোম্পানিগুলোর বেশিরভাগের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় রয়েছে ১৭২ কোম্পানি দাম কমেছে ৯০টির। আর দাম অপরিবর্তীত রয়েছে ৩৪টির।

ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৭ কোটি ৯৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৮৩ কোটি ২২ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৪৫ কোটি ২৪ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৫৩ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মার ২৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণ ব্যাংক।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৮৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৮৩ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হয়েছে ৬১ কোটি ২১ লাখ টাকা। লেনদেন হওয়া ২১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১১৯টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়