শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৭, ১১:১১ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষিদ্ধ হতে পারে কম্বোডিয়ার বিরোধী দল

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক : কম্বোডিয়ার সরকারি দলের নেতা হুন সেনের করা মামলায় বিরোধীদের দলকে নিষিদ্ধ করে দিতে পারে দেশটির সর্বোচ্চ আদালত। বিরোধী দল কম্বোডিয়ার ন্যাশনাল রেসকিউ পার্টির বিরুদ্ধে সরকারকে উৎখাতের অভিযোগে মামলাটি করে ক্ষমতাসীন সরকার।

যদিও বিরোধীদল ন্যাশনাল রেসকিউ পার্টি অভিযোগটি অস্বীকার করেছে। শুনানির দায়িত্বে থাকা জজ ক্ষমতাসীন দলের একজন সদস্য এবং ধারণা করা হচ্ছে তিনি সরকারের পক্ষে রায়কে প্রভাবিত করবেন।

এদিকে, মানবাধিকার সংস্থাগুলো মামলাটির সমালোচনা করছে। ২০১৮ সালের নির্বাচনের আগেই এই সমালোচনায় আসে। মূলত কম্বোডিয়ার বিরোধীদল গত নির্বাচনে সরকারি দলের কড়া প্রতিদ্বন্দীতা করে সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। এই বছরের শুরুর স্থানীয় নির্বাচনগুলোর ফলাফল আসন্ন নির্বাচনে অনেকটাই প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা আরো মনে করেন, এরকম দ্বিধান্বিত রায় বিরোধীদলের জন্য হুমকি স্বরূপ।

রয়টার্সের এক কূটনৈতিক এর মতে, রায়ের সিদ্ধান্ত হলে দেশটি রাজনীতিতে অনেক পিছিয়ে পড়বে। কোনো বিশ্বাসযোগ্য দলও থাকবে না। এদিকে, বিরোধী দলের নেতা কেম সখাকে গ্রেফতারের অভিযোগে সরাসরি দলকে অভিযুক্ত করেছে বিভিন্ন সমালোচক। উল্লেখ্য, হুন সেন কম্বোডিয়ায় ৩ দশকের বেশি সময় ধরে ক্ষমতায় আছেন। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়