শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৭, ০৭:৫৩ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে গলা টিপে শিশু হত্যার অভিযোগ

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আলো মনি (৪) নামে এক শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ দলগ্রাম এলাকার একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু আলো মনি ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, আলমগীরের সাথে দীর্ঘ দিন ধরে তার প্রতিবেশী আশরাফুলের স্ত্রী লাকী বেগমের সাথে বিবাদ চলে আসছে। ইতিপুর্বে টিউবয়েলে বিষ দিয়ে আলমগীরের পুরো পরিবারকে হত্যার চেষ্টা চালায়। এ নিয়ে মামলা আদালতে বিচারাধিন রয়েছে।

বুধবার রাতে মেয়েকে বাড়িতে রেখে কাজের প্রয়োজনে আলমগীর ও তার স্ত্রী আফরোজা বেগম বাড়ির বাহিরে বেড়াতে যায়। এই সুযোগে লাকী বেগম শিশু আলো মনিকে গলা টিপে হত্যা করে পাশের পুকুরে ফেলে দেয়। বাড়ি ফিরে মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর গভির রাতে পাশের পুকুরে আলো মনির মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় মেয়েকে হত্যার অভিযোগে লাকী বেগমকে প্রধান করে অজ্ঞতনামা আরো দুই তিনজনকে আসামী করে কালীগঞ্জ থানা একটি হত্যা মামলা দায়ের করেন আলো মনির মা আফরোজা বেগম।

লালমনিরহাট সহকারী পুলিশ সুপার(বি সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলো মনিকে হত্যার একটি অভিযোগ পেয়েছি। বিবাদের জের ধরে এ হত্যাকান্ড ঘটাতে পারে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়