শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৭, ০৭:২৪ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউপিডিএফ গণতান্ত্রিক নামে নতুন দলের আত্মপ্রকাশ

মামুন আবু বকর, খাগড়াছড়ি : পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনের নামে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠনের ১৯ বছরের মাথায় সংগঠনটির মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে ।

বুুধবার সকালে জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে দলটির ‘ইউপিডিএফ (গনতান্ত্রিক)’ নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে। এর মধ্যদিয়ে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন এই আঞ্চলিক রাজনৈতিক দলটিও ভাংগনের মূখে পড়লো।

সংবাদ সম্মেলনে ইউপিডিএফ (গনতান্ত্রিক) নামে ৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটিতে আহবায়ক তপন জ্যোতি চাকমা (বর্মা) ও সদস্য সচিব জলেয়া চাকমা তরু।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, ইউপিডিএফ এর বর্তমান নেতৃত্ব সম্পূর্ন অগনতান্ত্রিক।

তারা গঠনতন্ত্রে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা থাকলেও দলটির বর্তমান নেতারা বলপ্রয়োগ, চাঁদাবাজি ও গুম, খুনের রাজনীতিতে জড়িয়ে পড়েছে। ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১০ জনের অধিক নেতাকে হত্যা করেছে।

ফলে ইউপিডিএফ এর এমন অগনতান্ত্রিক রাজনীতির কারণে সঞ্চয়, দিপ্তী শংকরসহ অসংখ্য নেতাকর্মী দল ত্যাগ করেছেন বলেও অভিযোগ করেন নতুন সংগঠনের নেতারা। এমন নাজুক অবস্থার বিবেচনায় ইউপিডিএফ এর নতুন কমিটি ঘোষনা করতে বাধ্য হয়েছেন বলে নেতারা উল্লেখ করেন।

অপরদিকে মাদক, সন্ত্রাস ও দূর্বৃত্ত প্রতিরোধ কমিটির ব্যানারে ইউপিডিএফ এর মূল অংশ খাগড়াছড়িতে লাঠিমিছিল বের করে। এসময় বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা,ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা মাইকেল চাকমা,হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদিকা রেশমী মারমা,পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সম্পাদিকা কাজলী ত্রিপুরা প্রমূখ। স্বনির্ভর এলাকায় লাঠিমিছিল থেকে বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ আহবান করা হয়।

এরপর লাঠি মিছিলটি স্বানির্ভর এলাকা থেকে শুরু করে চেঙ্গী এস্কায়ারে এসে পুলিশি বাঁধারমুখে পড়ে রাস্তার উপর সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিপুল চাকমা।

উল্লেখ্য যে, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিরোধিতা করে এবং জনসংহতি সমিতির শীর্ষ নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এর নেতৃত্বকে চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে ২৬ ডিসেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গঠন করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়