শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৭, ০৭:০৯ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে ইউপিডিএফের একাংশের অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ভেঙে নতুন দল গঠনের প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা অবরোধ পালন করছে দলটির একাংশের নেতাকর্মীরা।

অবরোধ চলাকালে আজ বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন, ইট-পাটকেল নিক্ষেপসহ বিচ্ছিন্ন ঘটনার খবর পাওয়া গেছে।

অবরোধের কারণে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। তবে শহর, শহরতলিতে ব্যাটারিচালিত টমটমসহ হালকা যানবাহন চলাচল করছে।

অবরোধের সমর্থনে জেলা সদরের চেঙ্গী ব্রিজ এলাকায় নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। সেখানে পিকেটার ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এলাকায় সড়কের ওপর টায়ারে আগুন ধরিয়ে পিকেটিং করে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরা।

অবরোধ থাকায় খাগড়াছড়ি বাজারে মানুষের উপস্থিতি তেমন চোখে পড়েনি। হঠাৎ করে অবরোধ ডাকায় রাঙামাটির সাজেকগামী পর্যটকরাও বিপাকে পড়েছেন।

গতকাল বুধবার ইউপিডিএফ ভেঙে একটি অংশ নতুন করে ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’ নামে আরেকটি দল গঠন করে। তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাকে আহ্বায়ক এবং জলেয়া চাকমা তরুকে সদস্য সচিব করে নয় সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ইউপিডিএফের মূল দলের কেন্দ্রীয় মুখপাত্র নিরন চাকমা অভিযোগ করে বলেন, একটি বিশেষ গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় ইউপিডিএফ ভেঙে নতুন দল গঠন করা হয়েছে।

তবে নবগঠিত ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য সচিব জয়েলা চাকমা বলেন, ইউপিডিএফ আসলে যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, সে উদ্দেশ্য ঠিক নেই। দলের নেতাকর্মীরা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তাই তাঁরা নতুন দল গঠন করেছেন।

সূত্র : অনলাইন এনটিভি/ছবি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়