শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৭, ০২:৪৪ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল ম্যাচকে কেন্দ্র করে ছাত্র খুনের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার 

নুরুল আমিন হাসান: রাজধানীর বাড্ডায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ম্যাচকে কেন্দ্র করে জুয়া খেলায় বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাসিম আহমেদ এমাজউদ্দিন (২৩) নিহতের ঘটনায় প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই আসামীর নাম  আসিফ শিকদার (২১)। গ্রেফতারকালে তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাও জব্দ করা হয়।
গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এস এম মোস্তাক আহমেদ খান তার নিজ কার্যালয়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, কুমিল্লা জেলার চাপা থানাধীন তার মায়ের বাসা থেকে মঙ্গলবার দিবাগত রাতে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়। হত্যা কান্ডের মূল ভূমিকায় তিনি একাই জড়িত ছিল।
তিনি নিহতের ছোট ভাই ইম্পেরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র নাবিল আহমেদের বরাত দিয়ে জানান, বিপিএল খেলা নিয়ে বোর্ড (ক্যারাম বোর্ড) ঘরে রমরমা জুয়ার আসর চলছিল। সেখানে সন্ধ্যার পর ক্যারাম খেলতেন তার  ভাই নাসিম। হত্যার আগের রাতে নাসিম ক্যারাম বোর্ড খেলতে গিয়ে দেখেন বিপিএলের ম্যাচ নিয়ে মোটা অঙ্কের জুয়া চলছিল। এতে বাধা দেন তিনি। বাধার মুখে রমজান আলী, আসিফ, রশিদ, শহীদুল ও রফিক নামে স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডা হয় নাসিমের। ঘটনা হাতাহাতি পর্যন্তও গড়ায়।
ডিসি মোস্তাক বলেন, ওই ঘটনার জের ধরে বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলিতে পরের দিন সকালে তার উপর হামলা করে ছুরিকাঘাত করে তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক  নাসিমকে মৃত ঘোষণা করেন। এতে ওই রাতেই রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন। যান মামলা নং ৭। উক্ত মামলায় তিন জনের নাম উল্লেখ করা হয়েছে।
তিনি আরো বলেন, আসামী আসিকের রেকড এর আগেই ভাল ছিল না। তার নামে বাড্ডা ও গুলশান থানায় অনেক অভিযোগ আছে।
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর (সোমবার) সকাল ৯টার দিকে রাজধানীর বাড্ডা থানাধীন পোস্ট অফিসের গলির ৩৭৫ নং দাগের ৪ নং নিজ বাসার সামনে নাসিমের গলায় ও কোমড়ে ৩টি স্থানে ছুরিকাঘাত করে খুন করা হয়।
  • সর্বশেষ
  • জনপ্রিয়