শিরোনাম
◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৭, ০২:১৭ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হারিরিকে সৌদি আরব গ্রেফতার করে রেখেছে : লেবানন প্রেসিডেন্ট

জাকারিয়া হারুন : প্রধানমন্ত্রী সাদ হারিরিকে সৌদি আরব গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মাইকেল আউন। বুধবার লেবাননের প্রেসিডেন্টের সরকারি টুইট বার্তায় এ ধরনের অভিযোগ করেন।

গত ৪ নভেম্বর এক বিবৃতির মাধ্যমে সৌদি আরবে বসে পদত্যাগ করার ঘোষণা দেন হারিরি। হঠাৎ করেই সৌদির আল আরাবিয়া টেলিভিশনে তার পদত্যাগের ঘোষণায় অনেকেই বিভ্রান্ত হয়েছে। এখনও ধোঁয়াশা রয়েছে স্বেচ্ছায় তার পদত্যাগের ব্যাপারে।

গুজব ছড়িয়ে পড়েছে, হারিরি সৌদি আরবের নাগরিক এবং সেখানেই তিনি বেড়ে উঠেছেন। সৌদিতে দুর্নীতিবিরোধী অভিযানে রাজ পরিবারের অনেক সদস্যের সঙ্গে তাকেও গ্রেফতার করা হয়েছে বলেও জল্পনা-কল্পনা চলছে।

ফিউচার টেলিভিশনে দেয়া বক্তব্যে হারিরি বলেন, ‘সৌদি আরবে আমি সম্পূর্ণ স্বাধীন।’ তবে লেবাননের নাগরিকরা তো বটেই, হারিরির নিজের কর্মীরাও বলছেন, তিনি চাপে পড়ে পদত্যাগ করেছেন।

বেশ কয়েকদিন পর গত মঙ্গলবার হারিরি টুইট করে তাকে গ্রেফতারের গুজব অস্বীকার করেন। তিনি লেখেন, ‘বন্ধুরা, আমি সম্পূর্ণভাবে ভাল আছি এবং সৃষ্টিকর্তা চাইলে কয়েকদিনের মধ্যেই ফিরে যাব। এবার শান্ত হন।

আউন এখনও প্রাতিষ্ঠানিকভাবে হারিরির পদত্যাগপত্র গ্রহণ করেননি। আউন জানান, বিদেশ থেকে পাঠানো কোনো পদত্যাগপত্র গ্রহণ করা হবে না। লেবাননে ফিরে এসে তিনি পদত্যাগপত্র জমা দিতে পারেন অথবা ফিরিয়ে নিতে পারেন।

সূত্র : আল জাজিরা, এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়