শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৭, ০২:১৯ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি : সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

বুধবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার ডাকবাংলো মাঠে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পদ না সারা দেশের সম্পদ। আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি, আওয়ামী লীগের রাজনীতি করি না।’

তিনি আরো বলেন, ‘অনেক আওয়ামী লীগের নেতারা মনে করেন, আবারো ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো ভোট ছাড়াই তারা জিতে যাবেন। তা যেতেই পারেন তারা। বাংলাদেশর কারো অসুবিধা নাই।’

‘তবে ভোট না হলে সবচেয়ে অসুবিধা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সভানেত্রীর অসুবিধা। আমার বোন জননেত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় অসুবিধা। তিনি দেড়শ’ বছর ক্ষমতায় থাকতে পারেন। কিন্তু ভোটবিহীন ক্ষমতায় গেলে শেখ হাসিনা হবেন বিশ্বের সবচেয়ে বড় মহিলা স্বৈরাচার। বঙ্গবন্ধুর কন্যা স্বৈরাচার হোক তা আমি চাই না’ যোগ করেন কাদের সিদ্দিকী।

এসময় তিনি বলেন, ‘১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ পণ্ড করতে ঢাকায় যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল। আগের রাতে বিএনপির শত শত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সমাবেশের খবর সকল টেলিভিশনে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল।’

কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি দাবি করেন, ‘এরপরেও বিএনপির সমাবেশে যে পরিমাণ লোক হয়েছিল, আওয়ামী লীগ আরও একশ’ বছর চেষ্টা করলেও তার অর্ধেক লোক নিয়ে সমাবেশ করতে পারবে না।’

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক, যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলার সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আবদুল হালিম সরকার লাল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়