শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৭, ০১:৪০ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাওরে পাঁচ খুন,২১৪ জনকে আসামি করে মামলা

শাফায়েতুল ইসলাম, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরাঞ্চল মিঠামইনে সংঘর্ষে তিন সহোদরসহ পাঁচ খুনের ঘটনার এক সপ্তাহপর মামলা দায়ের করা হয়েছে।
বুধবার নিহতদের দুটি পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। নিহত তিন সহোদরের পক্ষে মামলাটি দায়ের করেন নিহত ফরদিসের ছেলে রিফাকুল। মামলায় আসামি করা হয়েছে ১২৮ জনকে। অপরদিকে নিহত মকবুল ও রাজীবের পক্ষে মামলাটি দায়ের করেন নিহত রাজীবের পিতা সুজন মিয়া। এ মামলায় আসামী করা হয়েছে ৮৬ জনকে।

মিঠামইন থানার ওসি আলমগীর হোসেন জানান, গতকাল দুপুরে নিহত তিন সহোদরের পক্ষে প্রথম হত্যা মামলাটি দায়ের করা হয়। পরে সন্ধ্যায় অপরপক্ষ মামলাটি দায়ের করেন। পুলিশ আসামিদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের চারিগ্রাম গ্রামের নয়াখালে মাছ ধরার জন্যে বাঁধ দেওয়াকে কেন্দ্র করে তিন সহোদর ফরদিস, মাখন ও মাছুম ও প্রতিপক্ষের মকবুল ও রাজীব খুন হন। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। গ্রেফতার এড়াতে এলাকার বেশিরভাগ পুরুষ লোক পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। সম্পাদনা: মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়