শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপের সেমিতে বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

আক্তারুজ্জামান: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার বাংলাদেশ মোকাবিলা করবে পাকিস্তানের। বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটায় ম্যাচ হবে কুয়ালালামপুরের কিনরারা ওভাল স্টেডিয়ামে।
গ্রুপ পর্বের খেলায় নেপাল, মালয়েশিয়া ও শক্তিশালী ভারতকে পরাস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই এশিয়া কাপ ২০১৭ এর সেমিতে জায়গা করে নেয় লাল-সবুজের দল। ১০ নভেম্বর থেকে মালয়েশিয়াতে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এবারের আসরে ২টি গ্রুপে ৮ দল অংশ নেয়। গ্রুপ ‘এ’তে নেপাল, মালয়েশিয়া, ভারত ও বাংলাদেশ । গ্রুপ ‘বি’তে ছিল আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ পর্বে নেপালকে ২ উইকেটে এবং মালয়েশিয়াকে ২৬২ রানের রেকর্ড জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশের যুবারা। আর শেষ ম্যাচে শক্তিশালী ভারতকে ৮ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। বি’ গ্রুপে শুরু থেকেই চমক দেখায় আফগানিস্তান। পাকিস্তানকে হারিয়ে শুরু হয় তাদের চমক। তবে গ্রুপ পর্ব শেষে আফগানিস্তান ও পাকিস্তান সমান ২ টি করে ম্যাচ জিতলেও রানরেট ব্যবধানে আফগানিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন ও পাকিস্তান হয় রানার্সআপ।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার আফগানিস্তান ও নেপাল মোকাবিলা করবে।
এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশ দলের ব্যাটিংয়ে দারুণ ফর্মে আছেন নাঈম, সাইফ, পিনাক ও তৌহিদ হৃদয়। বোলিংয়েও কম যাচ্ছেন না রবিউল, নাঈম, আফিফ ও সাখাওয়াত। প্রতিপক্ষের ব্যাটনম্যানদের ২৩ বার ক্রিজে পাঠিয়েছেন আফিফরা। অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ২ বার রানার্সআপ হতে পারলেও শিরোপার স্বাদ কখনো নেয়া হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়