শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:৩০ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প-পুতিনকে দূরে না সরাতে ইউরোপকে ম্যাক্রোঁর আহ্বান

লিহান লিমা: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন পশ্চিমা মুক্ত ও সহনশীল সংস্কৃতির জন্য হুমকি, কিন্তু তাদের ইউরোপ থেকে দূরে সরিয়ে দেয়া সমস্যার সমাধান করবে না, হিতে বিপরীত হবে।
বিবিসিকে তিনি বলেন, যদি আপনি তাদের ইউরোপের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক মনে করেন, তাদের দূরে ঠেলে দেন, তবে আপনি নিজেই আমাদের মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন।
এর আগে, আবুধাবীতে ‘আরবের নতুন লুভর জাদুঘর’ উদ্বোধনের সময় তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে দ্বন্দ্ব এবং সংঘর্ষের মাঝে এটি সহনশীলতাও বৈচিত্রের একটি উদাহরণ। আমি মনে করি, অভিবাসন, উচ্চাকাঙ্খা ও দূরদর্শিতা সম্পর্কে গত কয়েক দশক ধরেই পশ্চিমা বিশ্বের বিরুপ ধারণা আছে। আমাদের সন্ত্রাসবাদকে হঠাতে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
উল্লেখ্য, ছয় মাস আগে ফ্রান্সের দায়িত্ব গ্রহণ করা ইমানুয়েল ম্যাক্রোঁ ফ্রান্সের অর্থনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে সামাজিক পরিবর্তনের কথা বলেছেন। এই পর্যন্ত বিশ্বের ২৮টি দেশে সফর করেছেন বিশ্বায়নের বার্তা দেয়া এই তরুণ নেতা। ইউরোপিয় ইউনিয়নকে আরো শক্তিশালী ও সুসংহত করে তুলতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সূত্র: বিবিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়