শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ১০:১৩ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিদেশি লিগ নয়, দেশের হয়ে খেলতে উম্মুখ সবাই’

এম এ রাশেদ: ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার ব্যাপারে কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে দুইটির বেশি বিদেশি লিগ খেলতে পারবেন না বাংলাদেশের কোন ক্রিকেটার। এ নিয়ে ক্রিকেটারদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

তবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন, ক্রিকেটাররা লিগের চেয়ে দেশের হয়েই বেশি খেলতে চায়।
আজ (বুধবার) 'একটি প্রত্যয়' নামে রিহ্যাব সেন্টারে মাদকবিরোধী প্রচারনায় অংশ নিতে গিয়ে এসব কথা বলেন মাশরাফি। দুইটির বেশি লিগে নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি এখনও নিশ্চিত নয় বলেও জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিনি বলেন, 'এখনো সিদ্ধান্ত কনফার্ম না। যদি সিদ্ধান্ত হয়ও তাহলে আমার কাছে মনে হয় না বড় কোন সমস্যা হবে। কারণ নিজের দেশের হয়ে খেলতে তো সমস্যা হওয়ার কথা না।

বাংলাদেশের খুব বেশি খেলোয়াড় বাইরের লিগেও খেলেন না উল্লেখ করে মাশরাফি বলেন, 'আমাদের জাতীয় দলে যারা খেলে বা আপ কামিং যারা আসছে, তাদের স্বপ্ন অবশ্যই বাংলাদেশ টিমে খেলা। তো আমার কাছে মনে হয় না বিরাট কোন ইস্যু এটা। আপনি যদি এটাও দেখেন বাংলাদেশের কত জনই খেলোয়াড়ই-বা বাহিরে খেলে। হয়তো সাকিব খেলে।

সাকিব আইপিএল খেলে আর মোস্তাফিজও। আর যা খেলা আছে, সেখানে সাকিব একাই খেলে। তাই আমার কাছে মনে হয় না বড় কোন সমস্যা হবে।'
পুরো বিষয়টি বোর্ডের সাথে কথা বলেই পরিষ্কার হতে চান মাশরাফি। তিনি বলেন, 'দেখেন এখন তো সব খেলোয়াড়ই যার যার ফ্র্যাঞ্চইজির (বিপিএল) কাছে আছে, এখনো সবার সাথে দেখা হয়নি। আর প্রথমত অবশ্যই আলোচনার জায়গা আছে, আলোচনার জায়গা যে নাই তা তো না। আর আমার কাছে মনে হয় যে, বোর্ডের সাথে কথা বললে জিনিসটা ক্লিয়ার হওয়া যাবে। '

মাশরাফি জানালেন, তিনি এমন সিদ্ধান্তের কথা শুনেছেন গতকালই। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি কালকে শুনেছি, আপনারা আজকে প্রশ্ন করছেন। তাই ক্লিয়ারভাবে উত্তর দেওয়া খুবই কঠিন। তবে আমার কাছে মনে হয় জিনিসটা আলোচনা করেই ঠিক করা যেতে পারে। একটা সময় আমি শুনেছিলাম যে আন্তর্জাতিকভাবে এই নিয়মটা হতে যাচ্ছে খেলোয়াড়দের জন্য, যে দুইটার বেশি টুর্নামেন্ট খেলতে পারবে না।' জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়