শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়াকে হারাতে পারলো না স্পেন

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনাকে ঘরের মাঠে বড় ব্যবধানে জিততে দেয়নি রাশিয়া। চারদিন পর স্পেনকে চমকে দিল ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশটি। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘরের মাঠে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের ৩-৩ গোলে রুখে দিল রাশিয়া।

সেন্ট পিটার্সবাগে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের হয়ে জোড়া গোল করেন সার্জিও রামোস। অপর গোলটি করেন জর্ডি আলবা। অন্যদিকে রাশিয়ার হয়ে ফেডর সমোলোভ করেন জোড়া গোল। অন্যদিকে অ্যালেক্সি মিরনচোক করেন একটি গোল।

খেলার নবম মিনিটে রাশিয়ার বিপে লিড নেয় স্পেন। দারুণ হেডে সফরকারীদের এগিয়ে নেন জর্ডি আলবা। ৩৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রামোস।

বিরতির চার মিনিট আগেই ব্যবধাম কমায় রাশিয়া। ৪১তম মিনিটে সমোলোভের গোলে স্কোরলাইন ২-১ করে ফেলে স্বাগতিকরা।

বিরতির পরপরই সমতায় ফেরে রাশিয়া। ৫১তম মিনিটে মিরানচোকের গোলে স্কোরলাইন ২-২ করে ফেলে রাশানরা।
দুই মিনিট পর স্বাগতিকদের স্তব্ধ করে লিড নেয় স্পেন। স্বাগতিক দলের এক খেলোয়াড় বক্সের ভেতরে রামোসকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট-কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারই।

৭০তম মিনিটে স্পেনকে হতবাক করে ম্যাচে সমতা ফেরায় রাশিয়া। সতীর্থের পাস ধরে দারুণ শটে গোল করে স্কোরলাইন ৩-৩ করে ফেলেন সমোলোভ। এরপর আর কোনো গোল না হলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্পেনকে।

২০১৭ সালে একবারও হারের মুখ দেখেনি স্পেন। তবে রণের দুর্বলতা নিয়ে নতুন করে ভাবতে হবে স্প্যানিশদের। আগের সাত ম্যাচে টানা জয় পাওয়ার পর রাশিয়ার বিপে এমন ড্র দলটিকে এমনিতেই দুর্ভবনায় ফেলে দিয়েছে। -ইয়াহু স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়