শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ০৯:২১ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে সংখ্যালঘুর জমি দখল নিয়ে হামলা, নারীসহ আহত ৬

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর): পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে গৌরাঙ্গ রায়(৫০) নামের এক সংখ্যালঘুর বসত বাড়ি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে নারীসহ ৬জন আহত হয়।

আহতদেরকে জেলার সদর হাসপাতালাসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। আজ বুধবার সকালে এ হামলার ঘটনাটি ঘটে।

মামলার বিবরনী ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার ডাসার এলাকার আইসার গ্রামের সংখ্যালঘু গৌরাঙ্গ রায়ের সাথে একই এলাকার মোহাম্মদ আলী আকনের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। এর জের ধরে মোহাম্মদ আলী আকনের নেতৃত্বে আবদুল মান্নান আকন ও কবির আকনসহ বেশ কয়েকজন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে সংখ্যালঘু গৌরাঙ্গ রায়ের বসত বাড়ির জমি দখলের চেষ্টা চালায়। এসময় বাঁধা দিলে তাদের হামলায় অনুতোষ সমাদ্দার, শেফালী কর, গৌরাঙ্গ রায়, শান্তনা রানী ও অমিত রায়সহ কমপক্ষে ৬জন আহত হয়েছে। আহতদেরকে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এ হামলার ঘটনায় ভুক্তভোগী গৌরাঙ্গ রায় বাদী হয়ে ডাসার থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভুক্তভোগী গৌরাঙ্গ রায় বলেন, আমার বাড়ি দখলে বাধা দিলে মোহাম্মদ আলী তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালায়।

অভিযুক্ত মোহাম্মদ আলীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, এ বিষয় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেছেন। আইনিভাবে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়