শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’ বিষয়ক রিপোর্ট প্রকাশ

প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বেসামরিক বাহিনীর রোহিঙ্গাদের উপর নজিরবিহীন নৃশংস কর্মকান্ড নিয়ে মানবাধিকার সংস্থা ‘ফরটিফাই রাইটস’ এবং গণহত্যা প্রতিরোধ সংস্থা ‘সিমন-স্কজড্ট’ বুধবার একটি রিপোর্ট প্রকাশ করেছে।
মিয়ানমার সরকার গণহত্যার কথা অস্বীকার করলেও রোহিঙ্গাদের দ্বারা কোনো অপরাধ বা হত্যাকান্ড সংগঠিত হয়নি বলে নিশ্চিত করা হয়েছে রিপোর্টটিতে। রিপোর্টটিতে সুচি প্রসঙ্গে বলা হয়েছে, গণহত্যার বিপক্ষে শক্ত করে এর বিরোধীতা করতে না পারায় আন্তর্জাতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। ৪৯ বছর পরে পাওয়া গণতন্ত্রকে সমুজ্জ্বল রাখতে তার সামরিকদের অফিসারদের সমালোচনা করা উচিত ছিল এমনটিই উঠে এসেছে রিপোর্টটিতে।
এদিকে রিপোর্টটি পাওয়ার পর ভ্রমণ এবং অর্থসংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন সিনেটররা মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করছে বলে জানায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। তবে এ বিষয়ে মিয়ানমার সরকার ২৫ আগস্টে রোহিঙ্গা বিদ্রোহীদের বিরুদ্ধে সৈন্যদের চালানো অপারেশনকে তাদের নিরাপত্তার কারণ হিসেবে অভিহিত করেছে। গত মঙ্গলবার সুচির সাথে বৈঠকের পর টিলারসন সাংবাদিকদের জানায়, তিনি রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফিরিয়ে আনার বিষয়ে অনুরোধ করবেন মিয়ানমার সেনাপ্রধানকে।
উল্লেখ্য, বাংলাদেশে আগত রোহিঙ্গাদের মিয়ানমার আর্মি প্রধানের সাথে কথা বলার উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন বুধবার বিষয়ে রওনা দেন। টিলারসন কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনের পর মিয়ানমারের মিলিটারিদের দ্বারা নির্যাতিত রোহিঙ্গা গ্রামগুলোতে যাওয়ার যাওয়ার কথা রয়েছে। মিয়ানমার সেনাপ্রধান মিন অং হেং এর ফেসবুকে পেজে নির্যাতনের ঘটনার বিষয়ে উক্ত রির্পোট প্রকাশ করায় সফরটি করবেন টিলারসন। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়