শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ০৪:৫৭ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রীদের সাথে সচিবদের কোনো সমস্যা থাকলে সমাধান করতে হবে

ড. অজয় রায় : বিদেশী রেমিটেন্স আমাদের অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখে। প্রতি বছর প্রবাসী শ্রমিকদের কারণে এই দেশে কোটি কোটি টাকা রেমিটেন্স আসছে। যেটা আমাদের দেশের বাজেটে, অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মালয়েশিয়াতে শ্রমিক নিয়োগ অনেক বছর বন্ধ ছিল।

যাহোক, আমাদের সরকারের নানা কূটনৈতিক তৎপরতার কারণে এখন তারা আবার শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে। যেটা আমাদের দেশের জন্য একটি সুসংবাদ। কিন্তু এখানে যদি আমাদের নিজেদের কারণে আবার এই ব্যবস্থাটা বন্ধ হয়ে যায়, এটা খুবই দুঃখজনক হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে কি সমস্যা, কেন সমস্যা, এটা আমাদের দেশের সরকারকে, মন্ত্রীদেরকে দেখতে হবে। মন্ত্রীদের সাথে সচিবদের যে কোনো সমস্যা থাকলে এটার সমাধান করতে হবে। এটা ভাবতে হবে যে, এটা আমাদের দেশের জন্য একটা বড় সম্পদ।

তারা বিদেশে গিয়ে টাকা ইনকাম করলেই আমরা রেমিটেন্স পাব। আমাদের অথনৈতিক উন্নতি হবে। আর যে মানুষগুলো বিদেশে যাওয়ার জন্য কষ্ট করে, জায়গা জমি বিক্রি করে টাকা দিয়েছে, তাদের কি হবে? তারা তো কোনো দোষ করেনি। আমাদের মন্ত্রী-সচিবের কারণে কেন তাদের ক্ষতি হবে? তাই সব কিছু বিবেচনা করে, একটা সমঝোতায় আসা দরকার। বিশেষ করে, এখানে বর্তমান সরকার পক্ষের মন্ত্রীদের তদারকী করতে হবে। সমস্যাটা সমাধান করতে হবে। দেশের ভালো দিক চিন্তা করেই যত দ্রুত সম্ভব বিদেশে জনশক্তি রপ্তানির কার্যক্রম আবার চালু করতে হবে।
পরিচিতি : শিক্ষাবিদ
মতামত গ্রহণ : গাজী খায়রুল আলম
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়