শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ০৪:৫৪ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ০৪:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী আর নেই

মো. শহিদুল ইসলাম,চট্টগ্রাম : চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বকোণের সম্পাদক স্থপতি তসলিম  উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নাইলাহি .....রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। ১৯৫৪ সালের ১ জানুয়ারি জম্মগ্রহণ করেন তসলিম উদ্দিন চৌধুরী।

বুধবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তসলিম উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন । তার মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

১৯৮৬ সালের ১০ ফেব্রয়ারি চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা হিসেবে প্রথম প্রকাশ পায় দৈনিক পূর্বকোণ। পত্রিকাটি প্রতিষ্ঠা করেন স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর পিতা মরহুম মোহাম্মদ ইউছুফ চৌধুরী। এর তিন বছর পর ১৯৮৯ সালের ১ ফেব্রুয়ারি দৈনিক পূর্বকোণের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তসলিমউদ্দিন চৌধুরীর।

২০০৭ সালের এপ্রিলে পূর্বকোণ গ্রুপের চেয়ারম্যান মনোনীত হন। বুয়েট থেকে স্থাপত্য বিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। এছাড়া প্রাতিষ্ঠানিক দায়িত্বের বাইরেও অসংখ্য শিক্ষা, সেবামূলক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তসলিমউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড’র পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নগর উন্নয়ন কমিটি সদস্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, চট্টগ্রাম মেট্রো পলিটন চেম্বারের সাবেক সহসভাপতি, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি উল্লেখযোগ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়