শিরোনাম
◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ০৪:২৮ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’

প্রতিবেদক: আজ পহেলা অগ্রহায়ণ। ধান কাটার উৎসব শুরু। ধান কাটাকে ঘিরেই গ্রাম বাংলায় শুরু হয় শস্যভিত্তিক লোকউৎসব নবান্ন। একদিকে উঠান জুড়ে নতুন ধান, আরেক দিকে চলে পিঠাপুলির উৎসব। গ্রাম বাংলার সেই উৎসবকে মাথায় রেখেই প্রতি বছর পহেলা অগ্রহায়ণ আয়োজন করা হয় নবান্ন উৎসবের। নাচ, গান, কবিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সকাল ৭টা ১মিনিট থেকে উৎসব শুরু হয়েছে।

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ এই স্লোগানকে ধারণ করে সকাল ৯টায় চারুকলা থেকে শোভাযাত্রা বের করার মাধ্যমে উৎসবের প্রথম পর্ব শেষ হবে। শোভাযাত্রাটি শাহবাগ মোড় ও টিএসসি চত্বর হয়ে আবার চারুকলায় ফিরে আসবে। একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক ও দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান উৎসবের উদ্বোধন করবেন। বাঁশির সুরে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উৎসবের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকাল ৩টায়। ওই সময় চারুকলা ছাড়াও একযোগে এ উৎসব চলবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের মুক্তমঞ্চে। দু’জায়গাই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা আয়োজন।

উৎসবে নবান্ন কথন ছাড়াও রাজধানী ঢাকার ৪৭টি দলের গান, নাচ নৃত্য, আবৃত্তি, যন্ত্রসঙ্গীত এবং মানিকগঞ্জের চান মিয়ার দলের লাঠিখেলা, নড়াইলের নিখিল চন্দ্রের দলের পটগান, নেত্রকোনার দিলু বয়াতীর দলের মহুয়ার পালা, খুলনার দলের ধামাইল গান ও আদিবাসী গারোদের ওয়ানগালা নৃত্য পরিবেশিত হবে। থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন।

নবান্ন উৎসবকে কেন্দ্র করে চারুকলায় ‘নবান্ন’ শীর্ষক আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আর্ট ক্যাম্পে প্রবীণ শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, আবদুল মান্নান, আবদুশ শাকুর শাহসহ ২০ জন বিশিষ্ট চিত্রশিল্পী অংশ নেবেন। সূত্র- বাসস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়