শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ০৪:১৯ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুখোই থেকে আছড়ে পড়বে বিধ্বংসী ‘ব্রহ্মস’, বেকায়দায় চীন-পাকিস্তান

অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা : চীন-পাকিস্তানের উদ্বেগ বাড়িয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। চলতি মাসেই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হবে সুপারসোনিক ব্রহ্মস ক্রুজ মিসাইলের। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২.৪ টন ওজনের মিসাইলটি বঙ্গোপসাগরে সুখোই বিমান থেকে ছোড়া হবে।

শব্দের তিন গুণ দ্রুত (মক ২.8) এই মিসাইলটি প্রায় ২৯০ কিলোমিটার পর্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমান থেকে এই মিসাইল ছোড়া হবে বলে। প্রায় ৩২০০ কিলোমিটারের ক্রুজিং রেঞ্জের এই বিমানের সঙ্গে ব্রহ্মস যুক্ত হলে শত্রুপক্ষের জন্য তা হয়ে উঠবে প্রবল বিধ্বংসী।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, আকাশ থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম এই মিসাইলটি প্রত্যন্ত এলাকায় সন্ত্রাসবাদী ক্যাম্প মুহূর্তে গুঁড়িয়ে দিতে পারবে। শুধু তাই নয়, মাটির নিচে থাকা পারমাণবিক বাঙ্কার ও সমুদ্রের বুকে শত্রুর যুদ্ধজাহাজকেও নিশানা করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। গত কয়েক বছরে ব্রহ্মস ক্ষেপনাস্ত্র কেনার জন্য সেনার তিন বাহিনীই যৌথভাবে প্রায় ২৭ হাজার ১৫০ কোটি রুপি খরচ করেছে।

চলতি বছরের এপ্রিল মাসেই ব্রহ্মস-এর ‘ল্যান্ড অ্যাটাক ভেরিয়েন্ট’-এর সফল উৎক্ষেপণ করে নৌসেনা৷ ওই মিসাইলটির পাল্লা ৪০০ কিলোমিটার৷ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করা হয়৷ ভারতীয় নৌসেনার দু’টি যুদ্ধজাহাজে ব্রহ্মস-এর অন্য একটি ভার্সন ইন্টিগ্রেট করা হয়েছে৷ মুম্বাইয়ের মাজগাঁও ডকে নির্মীয়মান ৭,০০০ টনের কলকাতা ক্লাস ডেস্ট্রয়ারে এই ধরনের মিসাইল ইন্টিগ্রেট করা হবে৷ তবে এখানেই শেষ নয় শব্দের পাঁচ গুণ (মাক-৫) গতিবেগ সম্পন্ন ব্রহ্মসের হাইপারসোনিক ভার্সন তৈরির কাজও শুরু হয়ে গিয়েছে।

আনিস/

  • সর্বশেষ
  • জনপ্রিয়