শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ০৮:১৩ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাপ্টেন শহীদুল্লাহর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শর্তসাপেক্ষে জামিন

জান্নাতুল ফেরদৌস পান্না : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একইসঙ্গে তিনমাস ধরে কারাগারে থাকা শহীদুল্লাহকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। আগামী ১১ ডিসেম্বর এ মামলার অভিযোগ গঠনের উপর শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।
২০১০ সালে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরুর পর শহীদুল্লাহই প্রথম সেনা কর্মকর্তা, যিনি বিচারের মুখোমুখি হলেন। ৭৫ বছর বয়সী শহীদুল্লাহর বাড়ি কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামে।

আইনজীবী মাসুদ রানা বলেন, স্বাস্থ্যগত কারণে শর্ত সাপেক্ষে আদালত শহীদল্লাহকে জামিন দিয়েছে। বিচার চলাকালে তিনি জামিনে থাকবেন। শর্ত হচ্ছে- দুই লাখ টাকার জামিননামা (ব-) দিতে হবে, পাসপোর্ট থাকলে তা জমা দিতে হবে, ঢাকায় নিকটাত্মীয় ও আইনজীবীর জিম্মায় অবস্থান করতে হবে, গণমাধ্যমে কথা বলা যাবে না, আদালতের আদেশে হাজির থাকতে হবে।

এর আগে গত ৩১ অক্টোবর শহীদুল্লাহর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি ক্যাপ্টেন শহীদুল্লাহর বিরুদ্ধে অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট-অগ্নিসংযোগ ও হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের তিন ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। মুক্তিযুদ্ধের সময় দাউদকান্দি এলাকাতে তিনি যুদ্ধাপরাধ ঘটান বলে তদন্তকারীদের ভাষ্য। এ মামলার তদন্ত প্রতিবেদনে মোট ১৯ জনকে সাক্ষী করা হয়েছে। এছাড়া জব্দ তালিকার সাক্ষী করা হয়েছে আরও তিনজনকে। সম্পাদনা : উম্মুল ওয়ারা সুইটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়