শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ০২:১৮ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্র

সঞ্চিতা আক্তার : রংপুরে হরকলি ঠাঁকুরপাড়ার সহিংসতার ঘটনা নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। পুরো ঘটনার দায় এলাকার চার আওয়ামী-লীগ নেতার উপর চাপিয়ে অনলাইন প্রচারণা চলছে বলে অভিযোগ উঠেছে।

ভূয়া ফেইসবুক আইডি থেকে বিদ্বেশ ছড়িয়ে সংখ্যালঘু গ্রামে সহিংসতার ঘটনা স্থানীয় আওয়ামী-লীগ নেতা পলাশ চন্দ্র রায়ের নেতৃত্বে সংগঠিত হয়েছে। এমন খবর প্রতিদিনি প্রকাশ করছে বেশ কিছু নিউজ প্রোর্টাল।

এদিকে মৌলাবাদী জনগোষ্ঠীর সাথে পুরো পরিকল্পনা বাস্তবায়নকারী ও অর্থ দাতা হিসেবে রংপুরের জেলা পরিষদের প্রকৌশলী ও এক বিএনপি নেতা ব্যবসায়িকে দায়ী করছেন স্থানীয়রা।

রংপুরের সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান বলেন, মূলহোতা এখানে কয়েকজন তার মধ্যে যার নামটা আপনারা বলতে চাচ্ছেন, তিনি একটি সরকারি চাকরি করেন এবং তিনি আমারই রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন, সেই মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যনের স্বামী।

বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ফেলে আত্মগোপন করে গ্রেফতার এরিয়ে যাচ্ছেন তারা।

রংপুর কোতওয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমাদের ব্যাপক নজরদারি আছে , কোনো গ্রুপ যেন কোনো রকম সাপোটিস করতে না পারে। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রমাণিত করে স্থানীয়ভাবে সম্প্রদায়ী সম্প্রীতি নসচাৎ করতে না পারে এ জন্য আমরা সজাগ আছি।

ঘটনার মূল হোতাদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে সাম্প্রদায়ীক সম্প্রীতি এই দেশে আত্ম পরিচয় রক্ষার দাবি সকলের।

সূত্র : ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়