শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ০১:৪০ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে মধ্যাঙ্গুলি দেখিয়ে চাকরিচ্যুত নারীর জন্য ৫৭ হাজার ডলারের তহবিল

মরিয়ম চম্পা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যাঙ্গুলি দেখিয়ে চাকরিচ্যুত নারীর জন্য ৫৭ হাজার ডলারের তহবিল বরাদ্দ করা হয়েছে। ট্রাম্পের গাড়িবহরের শোভাযাত্রার পাশে সাইকেল চালানোর পাশাপাশি অশালীনভাবে মধ্যাঙ্গুলি প্রদর্শন করে চাকরিচ্যুত জুলি ব্রিসকম্যানকে জোর পূর্বক অপসারণের পর এবার তার জন্য তহবিল সংগ্রহ অভিযান শুরু করেছে ট্রাম্প বিরোধীরা।

৫০ বছর বয়সী জুলি গত মাসে ভার্জিনিয়ার স্টার্লিংয়ে তার বাড়ির কাছে সাইকেল চালাচ্ছিলেন যখন ট্রাম্পের গাড়িবহর ওই রাস্তা ধরে যাচ্ছিলেন। বিখ্যাত সাংবাদিক মেগি কেলিকে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন স্টার্লিংয়ের রাস্তা ধরে যাচ্ছিলেন তখন আমরা গলফ খেলছিলাম। তার ঔদ্ধত্তপূর্ণ গাড়ি বহর দেখে আমরা রীতিমত হতাশ হয়েছি।

জুলি বলেন, আমি তাকে মধ্যাঙ্গুলি দেখানোর মাধ্যমে সে একজন অযোগ্য প্রেসিডেন্ট সেটাই বোঝাতে চেয়েছি।

প্রেসিডেন্টকে মধ্যাঙ্গুলি দেখানোর সাথে সাথে তার ব্যক্তিগত ফটোগ্রাফার ছবিটি তুলে সোশ্যাল মিডিয়ার দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়।

এর দুইদিন পর জুলির কর্মস্থল সরকারি মালিকানাধীন মার্কেটিং ফার্ম আকিমা থেকে তাকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়। ঘটনার পর পরই দেশটি বিভিন্ন সচেতন মহল থেকে ক্ষোভ প্রকাশের পাশাপাশি তাকে চাকরি থেকে অব্যাহতির ক্ষতিপূরণ দাবি করা হয়। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়