শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৭, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সন্ত্রাস মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে’

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, ক্যাম্পাসে সন্ত্রাস এখন বিশ্বব্যাপী সমস্যা। বিশ্বব্যাপী এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশসহ সমগ্র বিশ্বের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে শান্তিপূর্ণ ক্যাম্পাস তৈরি এবং ক্যাম্পাসে সন্ত্রাস ও সহিংসতা নির্মূল’ শীর্ষক দুই দিনব্যাপী এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সন্ত্রাস এবং সহিংসতা নির্মূলে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

কর্মশালায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার মিস. অ্যালিসন ব্লেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অন্যান্যের মধ্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. মো. আখতার হোসেন, ইউজিসি সচিব ড. মো. খালেদ, ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাইকমিশনার মি. ডেভিড অ্যাশলে প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, যেকোনো মূল্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সন্ত্রাস নির্মুল করতে হবে। এজন্য ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোসহ ইউজিসির মধ্যে সহযোগিতা প্রয়োজন।

ইউজিসির সহযোগিতায় ব্রিটিশ হাই কমিশন এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়