শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণা জরুরি: ড. আখতারুজ্জামান

আনোয়ার হোসেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঐতিহাসিক ৭ই মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা আজ জরুরি হয়ে পড়েছে। ইউনেস্কো এ ভাষণকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে এটি বিশ্ব সম্পদে পরিণত হয়েছে। বিশ্বের দরবারে বাংলাদেশের ঐতিহ্যিক মর্যাদা সমৃদ্ধ হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে লালমোহন-তজুমদ্দিন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি ও লালমোহন ফাউন্ডেশন এর উদ্যোগে ৭ই মার্চকে জাতীয় দিবস ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশ ও র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, একটি জাতিকে সংক্ষিপ্ত ভাষণের মধ্য দিয়ে রাষ্ট্র গঠনের দিকনির্দেশনা দিয়ে অসাধারণ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। দীর্ঘদিন পরে হলেও ঐতিহাসিক ভাষণটি বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ভাষণে বপন করা হয়েছে জাতিসত্তা বিকাশের বীজ। পরবর্তীতে এটির সফল বাস্তবায়ন হয়েছে।

সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, নোবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওয়াহীদুজ্জামান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, সংসদ সদস্য কাজী রোজী, আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক স ম রেজাউল করিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, কবি অসীম সাহা প্রমুখ।

সমাবেশ শেষে র‌্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শিখা অনির্বানে শেষ হয়। এসময় ৭ই মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবিতে বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়