শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ১১:২২ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার ম্যাচে পাঁচ ওপেনার নামালো ঢাকা ডাইনামাইটস

আক্তারুজ্জামান: টি-টুয়েন্টি ক্রিকেট মানেই চার ছক্কার খেলা। আর তা করতে কতো কিছুই না করতে হয় দলগুলোকে। আর সে কারণেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম চার ম্যাচেই ভিন্ন ভিন্ন ওপেনিং জুটি মাঠে নামিয়েছে ঢাকা ডায়ানামাইটস। এই ঘটনা কিছুটা বিস্ময়করই বটে। চার ম্যাচে মোট পাঁচ জন খেলোয়াড় এর মধ্যেই ওপেনিং করেছে দলটির হয়ে।
তবে প্রতিটা ম্যাচেই ওপেন করেছেন ক্যারিবিয়ান নবীন তারকা এভিন লুইস। অপর প্রান্তে বারবার বদল হয়েছে। লুইসের সঙ্গে সিলেট সিক্সার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ওপেনিং করেছিলেন মেহেদী মারুফ। গত বিপিএলে দুর্দান্ত খেলেছিলেন এ বাংলাদেশি ওপেনার। তবে সে ম্যাচে নিজের নামের সুনাম রাখতে পারেননি তিনি। এরপর থেকে দুই প্রান্তেই বিদেশিদের উপর আস্থা রেখেছে আসরের সর্বাধিক চ্যাম্পিয়নরা।
দ্বিতীয় ম্যাচে লুইসের সঙ্গে ওপেনার করেন লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। এর পরের ম্যাচে তিনি দলে ছিলেন না। তার পরিবর্তে মাঠে নামেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আর প্রথম দিন ওপেনিংয়ে নেমেই ঝড় তোলেন এ পাকিস্তানি। লুইসের জুটিটাও হয়েছিল দারুণ। কিন্তু মঙ্গলবার খুলনা টাইটান্সের বিপক্ষে আবার ওপেনার পরিবর্তন করে বিস্ময়ই উপহার দিয়েছে দলটি। এদিন লুইসের সঙ্গে ওপেন করেন স্বদেশী সুনীল নারিন।
তবে ঢাকা ডায়ানামাইটসের জন্য বিষয়টি নতুন কিছু নয়। বিপিএলের তৃতীয় আসরে মোট ৯ জন খেলোয়াড়কে দিয়ে ওপেন করিয়েছিল তারা। সেবার ওপেন করেছিলেন আবুল হাসান রাজুর মতো পার্টটাইম ব্যাটসম্যানরাও। তাই এবারের আসরের শেষ পর্যন্ত যেতে যেতে হয়তো সে রেকর্ড ভেঙ্গে ফেলতে পারেই তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়