শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ১১:১৩ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুড়ি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ

আশিস গুপ্ত, নয়াদিল্লি : শুরু আগেই বিতর্ক জুড়ল ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ‌প্রদর্শনী তালিকা থেকে দুটি ছবি বাদ দেওয়ার প্রতিবাদে ৪৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইন্ডিয়া প্যানোরোমা বিভাগের জুড়ি চেয়ারম্যান-র পদ ছাড়লেন পরিচালক সুজয় ঘোষ। আগামী ২০শে নভেম্বর থেকে ভারতের গোয়ায়  শুরু হচ্ছে ৪৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু তার আগেই পদত্যাগ করলেন জুড়ি বোর্ডের চেয়ারম্যান সুজয় ঘোষ। মালায়ালম চিত্র নির্মাতা সনল কুমার শশীধরণের ছবি 'এস দূর্গা' এবং পরিচালক রবি যাদবের মারাঠি ছবি 'ন্যুড'প্রদর্শনী থেকে বাদ পড়ার প্রতিবাদেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সুজয় ঘোষ। তাঁর অভিযোগ, মালায়মল ছবি এস দুর্গা এবং মারাঠি ছবি ন্যুড এর প্রদর্শনের মাধ্যমে চলচ্চিত্র উৎসব শুরু করতে চেয়েছিলেন জুরি প্রধান। কিন্তু তথ্য ও সম্প্রচার মন্ত্রক দু’‌টি ছবিই প্রদর্শন তালিকা থেকে একেবারে বাদ দিয়েছে। এই নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রকে লেখালেখির পরেও কোনও কাজ হয়নি। প্রতিবাদে তাই জুরি প্রধানের পদ থেকেই পদত্যাগ করলেন পরিচালক সুজয় ঘোষ। কোনও যুক্তি ছাড়াই অকারণে ছবি প্রদর্শন করতে না দেওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না বলেই এই পদক্ষেপ তিনি করেছেন বলে জানিয়েছেন ‘‌কাহানি’‌ পরিচালক। শুধু সুজয় ঘোষই নন, এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অন্যান্য জুরিরাও। তাঁদের অভিযোগ শিল্পের স্বাধীনতায় অন্যায়ভাবে হস্তক্ষেপ করা হচ্ছে। যা কখনোই মেনে নেওয়া যায় না। শুধু মাত্র নামের কারণেই বাতিল করা হয়েছে ছবি দু’‌টি, কারণ মালায়লম ছবিটির নাম সেক্সি দুর্গা আর ন্যুড–এর অর্থ তো বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, নেদারল্যান্ডস ,আর্মেনিয়া ,মেক্সিকো ,জেনিভা ,ইতালি ,স্পেন ও রাশিয়ায় বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কারে ভূষিত হয়েছে শশীধরণের 'এস দূর্গা' ছবিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়