শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ০৮:১৩ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি মরুভূমিতে রহস্যময় ৪০০ পাথরের অবকাঠামোর সন্ধান

রাশিদ রিয়াজ : আগ্নেয়গিরি যুগের রহস্যময় ৪০০ পাথরের প্রাচীন দরজার সন্ধান মিলেছে সৌদি মরুভূমিতে। প্রতœতত্ত্ববিদরা এখনো এসব প্রাচীন নিদর্শন সম্পর্কে কোনো পরিস্কার ধারণা দিতে পারছেন না। বলতেও পারছেন না কেন এসব দরজা তৈরি করা হয়েছিল।

সৌদি আরবের হেরাত খায়বার অঞ্চলে এসব স্থাপনার ছবি তোলা হয়েছে গুগুল আর্থ থেকে কারণ সেখানে প্রবেশে বিধি নিষেধ রয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড কেনেডি এসব প্রাচীন স্থাপনার ওপর দিয়ে উড়ে যাবার বিশেষ অনুমতি পান। পাথরের ওই দরজাগুলো ১৭’শ ফুট পর্যন্ত লম্বা এবং হাজার হাজার বছরের পুরোনো। এসব স্থাপনার বেশ কয়েকটি যে দরজা হিসেবে ব্যবহার হত তা বোঝা যায় বিস্তীর্ণ মরুভূমির ময়দানের একটু উপরে স্থাপিত রয়েছে বলে।

৫০’এর দশকের শুরুতে এসব স্থাপনা নিয়ে গবেষণায় বাধা ছিল। তবে জ্যামিতিক আকার থেকে  প্রত্নতত্ত্ববিদরা বলছেন কম করে হলেও ৭ হাজার বছর আগে এসব পাথুরে অবকাঠামো নির্মাণ করা হয়। ড. ডেভিড কেনেডি কুড়ি বছর ধরে গবেষণা করার পর বলছেন, এধরনের পাথরের অবকাঠামো গুলোর ‘ওয়ার্কস অব দি ওল্ড মেন’ নামকরণ করে বেদুইন সম্প্রদায়। সৌদি কর্তৃপক্ষ এই প্রথম ডেভিডকে ওসব স্থাপনার ওপর দিয়ে উড়ে ছবি তোলার অনুমতি দেয়।

তবে দরজা ছাড়াও চাবির গর্ত, ঘুড়ি, দুল আকৃতির বিভিন্ন পাথুরে অবকাঠামোর ঠিক ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। কিছু অবকাঠামো এতটাই বড় যে একমাত্র উপর থেকে দেখলে এগুলোর আকৃতি বোঝা যায়। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়