শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ০৭:৫৭ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালকিনিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

এইচ এম মিলন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে রিয়াজুল ফকির নামের এক জেএসসি পরীক্ষার্থীকে আটকের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ঘন্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী।

এতে করে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয়েছে সাধারন যাত্রীদের। সে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সোমবার রাতে এ কর্মসুচি পালন করা হয়েছে।

ভুক্তভোগী ও এলাকা সূত্রে জানাগেছে, উপজেলার বালীগ্রাম এলাকার পশ্চিমবালী গ্রামের মোক্তার ফকিরের ছেলে রিয়াজুলকে ডাসার থানা পুলিশ সোমবার রাত ৮টায় ৫পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে যান। তার আটকের ঘটনার প্রতিবাদে ওই এলাকাবাসী ঢাকা-বরিশাল মহসড়কের পৌর এলাকার গোপালপুর নামকস্থানে ট্যায়ার জ্বালিয়ে দুই ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। এবং এসময় তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন।

এতে করে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব ও ইউএনও শেখ হাফিজুর রহমান এসে ডাসার এবং কালকিনি থানা পুলিশের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আটককৃত ওই ছাত্রকে মুছলেকা রেখে অভিবাবকের হাতে তুলে দেয়া হয়।

মো.রহিম ও আসমা বেগমসহ বেশ কয়েকজন যাত্রী ক্ষোভের সঙ্গে বলেন, তাদের কর্মসূচির কারনে রাস্তা আটকে থাকায় আমরা চরম ভোগান্তির শিকার হয়েছি।

আটককৃত ছাত্রের মা কুলসুম বেগম বলেন, আমার ছেলেকে বিনা কারনে পুলিশ আটক করেছে। তার সঙ্গে কোন ইয়াবা পাওয়া যায়নি। তাই আমরা কোন উপায় না পেয়ে এ কর্মসুচির আয়োজন করেছি। পরে তারা তোপের মুখে পরে ছেরে দেয়।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, ওই ছাত্রকে ষড়যন্ত্র করে মাদক বহন করিয়েছিল একটি কুচক্রি মহল। এ কারনে ওই ছাত্রকে পরে ছেড়ে দেয়া হয়েছে। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়