শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ০৫:৫৩ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে পানিফল চাষ

জান্নাতুল ফেরদৌসী: মাদারীপুরে অনাবাদি জমিতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে পানিফল চাষ। এই ফসলে স্বল্প খরচে, কম সময়ে, অধিক ফলন পাওয়া যায়। তবে কৃষকরা জানিয়েছেন, সম্ভাবনাময় এই পানিফল চাষাবাদের জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন। সূত্র: নিউজ টোয়েন্টিফোর

মাদারীপুরের নিন্ম এলাকাগুলো প্রতি বছরের জুন মাস থেকেই পানির নিচে ডুবে থাকে। তাই এসব অনাবাদি জমিতে ফসল ফলানো এবং বেকার কৃষকদের কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে পানিফলের আবাদ শুরু করা হয়।

আগামীতে পানিফল চাষাবাদের জন্য সরকারি সুযোগ-সুবিধার দাবি জানান কৃষকরা। তারা বলেন, আমরা যদি সরকারি সহযোগিতা পাই তাহলে যে জমিগুলোতে এখনও পানিফল চাষাবাদ করছে না, সে সকল জমিতে পানিফল চাষের জন্য কৃষকদের আগ্রহ হবে।

পানিফল খাল-বিল, নদী-নালা ও পুকুরে সহজে চাষ করা যায়। ফলটি প্রথমে লাল বা সবুজ রঙের থাকে, একটু পরিপক্ক হলে সবুজ এবং সবশেষে কালো রঙ ধারণ করে। ফলের ভেতরে অংশ সাদা শাঁস। কম বিনিয়োগ করে বেশি লাভবান হওয়ায় আগামীতে আরো চাষের আশা উদ্যোক্তাদের।

এদিকে পানিফলের চাষাবাদ বাড়াতে কৃষি বিভাগও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মাদারীপুর পানিফল চাষাবাদের উদ্যোক্তা হুমায়ূন কবির বলেন, পরীক্ষা মূলকভাবে আমি ১০ বিঘা জমিতে পানিফল চাষ করি এবং আগামীতে আরো বেশি জমিতে চাষাবাদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক জি এস এ গফুর বলেন, যে সকল জমিতে ধান চাষ হয় না, সে সকল অনাবাদি জমিতে পানিফল চাষ করতে পারি এবং চাষের জন্য কৃষক ভাইদের উৎসাহ করবো। পানিফল চাষের জন্য কোনো ধরণের প্রশিক্ষণ প্রয়োজন হলে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদান করবো।

সজিব/

  • সর্বশেষ
  • জনপ্রিয়