শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ০৪:৩১ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপিয়ান দেশগুলোর প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

আনন্দ মোস্তফা: ফ্রান্স ও জার্মানীর নেতৃত্বে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি ইউরোপের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি। সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকেই সদস্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি সমন্বিত চুক্তির চেষ্টা করে যাচ্ছিল। অত:পর গতকাল সোমবার ইউরোপিয়ান ইউনিয়ন তার সদস্য রাষ্ট্রগুলোর সাথে সামরিক বাহিনীর জন্য তহবিল গঠন ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করলো।

১৯৫০ সালে যুক্তরাজ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা গ্রহণ, কার্যকর এবং সামরিক শক্তির আধুনিকায়নের প্রস্তাব করেছিল। কিন্তু বর্তমানে ইউরোপের নেতৃত্বের জায়গাটি ফ্রান্স ও জার্মানীর হাতে চলে এসেছে। ২৩টি দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা দেন। স্বাক্ষরকারী দেশগুলো এই চুক্তির মাধ্যমে যৌথ সামরিক প্রকল্পে অংশগ্রহণ. প্রতিরক্ষা ব্যয় বাড়ানো সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নিরাপত্তায় একত্রে কাজ করবে।

যুক্তরাজ্য, ডেনমার্ক, আয়ারল্যান্ড, পর্তুগাল ও মাল্টা এই চুক্তির বাইরে থাকবে। যুক্তরাজ্য গতবছর এক গণভোটের মাধ্যমে এই ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডেনমার্ক কখনোই সংস্থাটির প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ের সাথে সম্পৃক্ত হয়নি। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়