শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ০৯:১৩ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবারই ইভিএম নয়, ভোটে থাকবে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট : একাদশ সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি জানান, নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার চিন্তা নেই।

তিনি গতকাল নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন। মাহবুব বলেন, সেনা মোতায়েন হবে। কিন্তু কীভাবে হবে, নির্বাচন প্রক্রিয়াতে সেনাবাহিনী কীভাবে যুক্ত হবে, তা এখনো বলার সময় হয়নি। তিনি বলেন, এ ব্যাপারে কমিশনের একটা সিদ্ধান্ত হতে হবে। আমি কখনই বলব না, যে সেনা মোতায়েন হবে না। তিনি বলেন, সময় বলে দেবে সেনা মোতায়েন কীভাবে হবে। একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার না করার দাবি জানিয়েছে বিএনপি। এই বিষয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, আমাদের একটা স্বচ্ছ নির্বাচন করতে হবে। সেই স্বচ্ছ নির্বাচন প্রশ্নবিদ্ধ যন্ত্র দিয়ে হবে না। আমরা যখন নিঃসন্দেহ হব যে ওই যন্ত্র মানুষের ভাষায় কথা বলছে না, তার নিজের ভাষায় কথা বলছে আর তথ্য-উপাত্ত মেনে আমাদের ফিডব্যাক দিচ্ছে তখন আমরা ওর বিষয়ে আস্থাশীল হব। সে যদি এখন মানুষের ভাষায় কথা বলে তাকে ব্যবহার করে আমরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারি না। তিনি বলেন, এই বার (একাদশ সংসদে) ইভিএম ব্যবহার সম্ভব হবে কিনা আমার ডাউট আছে। ইভিএম ব্যবহারের জন্য যে সময়ের ব্যাপার, যে অগ্রগতির ব্যাপার, সেই অগ্রগতি, সেই সময় আমাদের নেই। এই নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হবে এমন কোনো চিন্তা আমাদের মধ্যে নেই।

তিনি বলেন, আমরা ইভিএমের লোকজনদের ডেকে ছিলাম। তারা কিছু যন্ত্রপাতি দেখিয়েছেন। আগের ইভিএম সব বাতিল হয়ে গেছে। ইতিমধ্যে অকার্যকর বলেও ঘোষণা করেছে কমিশন। দুই-একটা যেগুলো ভালো আছে, ওগুলো দিয়ে রংপুর বা দুই-এক জায়গায় দেখার চেষ্টা করছি, ইভিএম কার্যকর করা সম্ভব কিনা। তিনি বলেন, ইভিএম এমন একটা অনিবার্য বিষয়, আমাদেরকে ভবিষ্যতে ব্যবহার করতে হবে। এটা আমার বিশ্বাস। আমরা হয়তো পারব না। আমরা পারব কী করে! ইভিএমের যে দশা দেখছি তাতে আমরা সন্তুষ্ট নই। রংপুর সিটি নির্বাচনের বিষয়ে তিনি বলেন, প্রার্থীর উচ্চমাত্রায় আচরণবিধি লঙ্ঘন দেখতে পেলে প্রার্থিতা বাতিল করে দেব আমরা। আমরা রংপুরের বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। আমরা প্রত্যেকেই রংপুরে যাব। শুধু এখানে নয় অন্যান্য সিটি নির্বাচনকেও আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।

সূত্র : বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়