শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ০৪:৩৩ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ০৪:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে ভূমিকম্প: উদ্ধার-হেলিকপ্টার মোতায়েন; শোক জানিয়েছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকায় ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সেখানে ব্যাপক উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম চলছে। এরইমধ্যে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রাহমানি ফাজলি ও স্বাস্থ্যমন্ত্রী হাসান হাজিজাদেহ কেরমানশাহ প্রদেশে পৌঁছেছেন। তারা ব্যক্তিগতভাবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা দেখভাল করবেন।

এছাড়া, ইরানের সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহীম মুসাভি এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি কেরমানশাহ প্রদেশের সারপোলে জাহাব শহরে পৌঁছেছেন। তারা দুজন ইরানের সামরিক বাহিনীর উদ্ধার অভিযান পরিচালনা করবেন। সারপোলে জাহাব শহর এককভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি পুলিশের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারিও দুর্গত এলাকায় ছুটে গেছেন। এছাড়া, দুর্গত এলাকায় ১০০'র বেশি ডাক্তার পাঠানো হয়েছে।

ভূমিকম্প দুর্গত লোকজনকে সাহায্যের জন্য ইরানের দ্রুত উদ্ধারকারী দল অনুসন্ধানী কুকুর নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খুঁজে দেখা হচ্ছে ধ্বংস্তুপের নিচে জীবিত কেউ আছে কিনা। রাজধানী তেহরানের হাসপাতালগুলোকে সতর্কাবস্থায় রাখা হয়েছে যাতে আহত লোকজনকে আনার সঙ্গে সঙ্গেই চিকিৎসাসেবা দেয়া যায়। আহত লোকজনকে দ্রুত হাসাপাতালে নিতে কমপক্ষে ৪৩টি অ্যাম্বুলেন্স, চারটি অ্যাম্বুলেন্স বাস এবং ১৩০ জন জরুরি টেকনিশিয়ানকে মেহরাবাদ বিমানবন্দরে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া, ইরানের বিমান বাহিনী আহত লোকজনকে দ্রুত হাসপাতালে আনার জন্য হেলিকপ্টার মোতায়েন করেছে। ইরানের স্বেচ্ছাসেবীরা আহত লোকজনের জন্য রক্ত সংগ্রহের চেষ্টা করছেন।

এদিকে, ইরানের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি, ইরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মাইকেল ক্লর-বার্চটোল্ড, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ সমবেদনা জানিয়েছেন। - পার্সটুডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়