শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ০২:৫৬ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ০২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-ইরাক সীমান্তে ভূমিকম্পে নিহত ৪০০, আহত ৬ সহস্রাধিক

লিহান লিমা : ইরান ও ইরাক সীমান্তে আঘাত হানা ৭.৩ মাত্রার ভূমিকম্পে এই পর্যন্ত ৪০০ জন নিহত ও ৬ হাজার ৫০০ জনের আহতের খবর পাওয়া গিয়েছে। ইরানের সংবাদমাধ্যম প্রেস টিভির খবরে বল হয় এই সংখ্যা আরো বাড়তে পারে। এই শক্তিশালী ভূমিকম্পের তীব্রতা তুরস্ক, আর্মেনিয়া, কুয়েত, জর্দান, লেবানন, সৌদি আরব, বাহরাইন ও কাতার থেকেও অনুভূত হয়।
ইতোমধ্যেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ইরান-ইরাকের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। তুরস্কের উপপ্রধানমন্ত্রী বেকির বুজডাগ বলেছেন, তুর্কি রেড ক্রিসেন্টের মাধ্যমে উত্তর ইরাকে খুব তাড়াতাড়ি ৩ হাজার তাঁবু, ৪ হাজার শীতবস্ত্র এবং খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সহায়তা দেয়া হবে।
স্থানীয় সময় রোববার রাত ৮টা ১৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে এবং এর মূলকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৩.৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে ইরাকি কুর্দিস্থান, ইরানের কুর্দিস্থান ও কেরমানশাহ প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, কুর্দি পাহাড়ি অঞ্চলে অনেক বাড়ি মাটি দিয়ে তৈরি। ফলে বড় ধরনের ভূমিকম্পে বাড়িগুলো ভেঙে পড়ার ঝুঁকিতে তাকে। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধসের কারণে উদ্ধারকর্মীদের কাজে ব্যাঘাত হচ্ছে।
তিন সন্তানের মা মাজিদা আমির রয়টার্সকে বলেন, সন্তানদের নিয়ে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ করে পুরো ভবন কেঁপে ওঠে। মনে হচ্ছিল ভবনটি বাতাসে নাচছে। প্রথমে মনে হয়েছিল কোন বোমা বিস্ফোরণ হয়েছে। পরে শুনলাম চারপাশের সবাই ভূমিকম্প বলে চিৎকার করছে।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ভূমিকম্প কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালানোর জন্য নির্দেশ দিয়েছেন। প্রেস টিভি, বিবিসি, রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়