শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ০১:৪৭ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে প্রেমের জেরে প্রাণ হারালো কিশোর

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরে পার্বতীপুরে ত্রিভুজ প্রেমের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রান হারালো কিশোর প্রেমিক জাহিদ হাসান ওরফে শুকুর (১৪)। আহত হয় তার বন্ধু রবিউল আলম (১৫)। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে পার্বতীপুর শহরের মহিলা কলেজ সড়কে এ ঘটনা ঘটে। নিহত জাহিদ শহরের ধুপিপাড়া মহল্লার মামুন ওরফে হংকংয়ের একমাত্র ছেলে। দুই বন্ধু শহরের নতুন বাজারের কাপড় দোকানে কাজ করতো।

পার্বতীপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, নিহত জাহিদ হাসান ও কুলিপাড়া মহল্লার তৈয়বুর রহমানের ছেলে ডিপজলের সাথে শহরের পাবলিক স্কুলের ৭ম শ্রেনীর এক ছাত্রীর সঙ্গে ত্রিভুজ প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে দুই প্রেমিকের মধ্যে বিরোধ দেখা দেয়। সম্প্রতি তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।

 

সোমবার সকালে ক্লাস শুরুর আগে পাবলিক স্কুলের সামনের সড়কে দুই প্রেমিক জাহিদ হাসান ও ডিপজলও তাদের সঙ্গীরা অবস্থান নেয়। এ সময় ডিপজলের নেতৃত্বে ৮-১০জন কিশোর ধারালো চাকু নিয়ে জাহিদ হাসান ও নুর নগর মহল্লার মতিয়ারের ছেলে রবিউল আলম (১৫) এর উপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদ হাসান ও ররিউল ইসলাম গুরুতর আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে পার্বতীপুর উপজেলা ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে

২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪ টার দিকে জাহিদ হাসান শুকুর মারা যায়।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মীর মোঃ মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে। সম্পাদনা: মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়