শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:২৮ দুপুর
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাম স্ল্যামও চলছে ডিভিলিয়ার্স ঝড়, ১৯ বলে ৫০

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে এবি ডি ভিলিয়ার্স মাঠে নামা মানেই ঝড় ওঠা। এটা যেন এক অমোষ বিষয়। সেটা হোক টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি। এ যেমন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট র‌্যাম স্ল্যাম ট্রফির শুরুতেই ব্যাট হাতে ঝড় তুললেন প্রোটিয়া এ মারকুটে ব্যাটসম্যান। ১৯ বলেই তার ব্যাট থেকে এলো দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি। তার টর্নেডো গতির ব্যাটিংয়ের ওপর ভর করে র‌্যাম স্ল্যাম ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই লায়ন্সকে ৮ উইকেটে হারালো টাইটান্স।
বৃষ্টি বিঘিত ম্যাচটিকে স্রেফ টি-টোয়েন্টি বলা যাবে না। কারণ ম্যাচটি হয়েছিল ১৫ ওভারের। এমন ম্যাচেও ডি ভিলিয়ার্সের টাইটান্সের জন্য জয়ের কাজটি ছিল কঠিন। কারণ, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে টস জিতে ব্যাট করতে নেমে লায়ন্স ১৫ ওভার খেলার পর বৃষ্টির কবলে পড়ে। ৬ উইকেট হারিয়ে এই ১৫ ওভারে ১২৭ রান তুলতে সক্ষম হয় তারা। রেজা হেন্ডরিক্স করেন ৪২ বলে ৬৭ রান।
বৃষ্টি থামার পর ডি ভিলিয়ার্সের টাইটান্সের সামনে জয়ের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয় সেই ১৫ ওভারেই ১৩৫ রানের। জবাব দিতে নেমে মাত্র ১১.২ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইটান্স। ২৪ বলে ৩৯ রান করেন কুইন্টন ডি কক। ৯ বলে ৫ রান করেন হেনরি ডেভিডস। অধিনায়ক অ্যালবি মর্কেল ১৬ বলে অপরাজিত থাকেন ৪১ রানে এবং এবি ডি ভিলিয়ার্স ১৯ বলে করেন ৫০ রান। -ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়