শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ১১:১৬ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে ফসলি জমিতে ইটভাটা নির্মাণের প্রতিবাদে কৃষকদের গণসাক্ষর

মোঃ সিরাজুল ইসলাম সিংগাইর(মানিকগঞ্জ) : সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চক পালপাড়া মৌজায় ফসলি জমিতে ইটভাটা নির্মাণের প্রতিবাদে ফঁসে উঠেছে এলাকার কৃষককূল। এ ব্যাপারে স্থানীয় কৃষকরা গণস্বাক্ষর দিয়ে পরিবেশ অধিদফতরসহ সংশ্লিষ্ট বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইটভাটা স্থাপনকারী ও এলাকাসির সাথে সংঘর্ষের আশংকা করছেন অনেকে ।
লিখিত অভিযোগে জানা যায়, স্থানীয় আওয়ামী যুবলীগ নেতা সেলিম রেজা , নাসির উদ্দিন ও হাসান জোরপূর্বক চক পালপাড়া মৌজায় চাষাবাদ যোগ্য ৩ ফসলি জমিতে মের্সাস এসএএন ব্রিকস নামের ইটভাটা নির্মাণের পায়তারা করছেন। কৃষক ও জমির মালিকদের ভয়ভীতিসহ টাকার লোভ দেখিয়ে ফসলি জমি ইটভাটার কাজে ব্যবহারের চেষ্টা করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, এ চকে ইটভাটা নির্মাণ করা হলে ফসলি জমির পাশাপাশি এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
পরিবেশের উপর পড়বে বিরুপ প্রভাব। সেই পাশের ২টি হাইস্কুল, ২টি মাদ্রাসা ও ২টি কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা অসুস্থ হার আশংকা করছেন তারা । ওই এলাকার কৃষক মোস্তাকিন (২৮), জিন্নত আলী (৫০) ও হাবীবুর রহমান (৪৫) বলেন, ৩ ফসলি এ জমিতে ইটাভাটা নির্মাণ করা হলে এলাকার কৃষি কাজের সাথে জড়িতরা বেকার হয়ে পড়বেন।এতে ফসল উৎপাদন বন্ধ হয়ে যাবে। পাশাপাশি খাদ্যশস্য ঘাটতিরও আশংকা করছেন তারা ।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার মোঃ যুবায়ের বলেন, উপজেলার ৬-৭টি ইটভাটা আবেদন রয়েছে। প্রতিটি ভাটার ব্যাপারে সরেজমিনে তদন্ত করে জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রতিবেদন দেয়া হবে। তিনিই বাকি সিধান্ত দিবেন । সম্পাদনা: মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়