শিরোনাম

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ১১:০৯ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্টানের জন্য স্মার্ড কার্ড সহায়ক ভুমিকা পালন করবে :নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: কুমিল্লায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সোমবার বেলা সাড়ে ১২টায় কুমিল্লা টাউন হল বীরচন্দ্র নগর মিললনায়তনে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম।
নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম বলেন- স্মাট কার্ড জাতীয় পরিচয় পত্র দেখে প্রকৃত ভোটার চিহিৃত করা যায় সহজে।সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য কাজ করছে নির্বাচন কমিশন। আর সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্টানের জন্য এ স্মার্ড কার্ড অত্যন্ত সহায়ক ভুমিকা পালন করবে।
নির্বাচন কমিশনার স্মাট কার্ডের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে বলেন-স্মাটকার্ড পরিচয় পত্রটি মাঠে ঘাটে অবিকল নকল করতে না পারে সেদিক লক্ষ্য করেই তৈরী করা হয়েছে স্মাট কার্ড।কার্ডের মধ্যে কোন অস্বচ্ছতা বা কোন প্রকার দূর্বলতা নেই।এ কার্ডটি শুধূমাত্র ভোট প্রদানের জন্যই কাজে লাগবে না, কাজে লাগবে সকল প্রকার সেবা গ্রহণে।
পরিশেষে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য মিডিয়াকর্মীসহ সকলের সহযোগীতা কামনা করেন। সম্পাদনা: মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

  • সর্বশেষ
  • জনপ্রিয়