শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ১১:১৮ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে ওঠার আনন্দে মরক্কোর নাগরিকদের দাঙ্গা – ২০ পুলিশ কর্মকর্তা আহত

এল আর বাদল : বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নেয়ার আনন্দ উদযাপন করতে গিয়ে দাঙ্গা লাগিয়ে দিয়েছে মরক্কো নাগরিকরা। ব্রাসেলসে বসবাসকারী মরক্কো নাগরিকদের সৃষ্ট এ দাঙ্গায় আহত হয়েছেন ২০ জনেরও অধিক পুলিশ কর্মকর্তা। -খবর বিবিসির
শনিবার আইভরি কোস্টকে ২-০ গোলে হারিয়ে ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল আসরের মূল পর্বে খেলার সুবর্ণ সুযোগ অর্জন করে নেয় আফ্রিকান আরব দেশ মরক্কো। ওই দিন খেলা শেষে স্থানীয় সময় রাত সাড়ে আটটায় আনন্দ উল্লাস করতে গিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সড়কে উম্মাদনার সৃষ্টি করে ভক্তরা। এ সময় তারা গাড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।
পুলিশ জানাচ্ছে, খেলা শেষে ভক্তরা রাস্তায় নেমে আসে। এ সময় তারা একটা গাড়ি জ্বালিয়ে দেয়। দোকানের আয়না ভাংচুর করে এবং লুটপাট চালায়। পুলিশ তাদের থামাতে গেলে উভয়পরে মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ জানায়, ৩০০ মানুষের একটি দল পাথর ছুঁড়ে মারছিল। তাদেরকে থামাতে টিয়ার গ্যাস ও জলকামান ছুঁড়া হয়। তবে সংঘর্ষে ২০ জন পুলিশ কর্মকর্তা আহত হলেও কোন ধরণের গ্রেফতারের বিষয়ে জানাতে পারেনি পুলিশ।
এ দিকে বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান জ্যামবন এক টুইটার বার্তায় এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ব্রাসেলসে তারা (মরক্কো অধিবাসী) নিন্দনীয় হামলা চালিয়েছে।
উল্লেখ্য, বেলজিয়ামে বিপুল সংখ্যক মরক্কো নাগরিকের বসবাস। পরিসংখ্যান মতে, দেশটিতে বসবাসরত জনসংখ্যার ৪ শতাংশই মরক্কো অধিবাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়