শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ০৮:৩৭ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধুনিক সুবিধাসহ ডিসেম্বরে চালু হচ্ছে সিলেট কেন্দ্রীয় কারাগার

নাফরুল হাসান : বন্দিদের সংখ্যা ধারণ ক্ষমতা চেয়ে প্রায় দ্বিগুণ হওয়ায় আধুনিক জীবনের নানা সুযোগ-সুবিধা নিয়ে চলতি বছরের ডিসেম্বরে চালু হতে যাচ্ছে সিলেট কেন্দ্রীয় কারাগার। নিমণাধীর্ন এই কারাগারে প্রায় দুই হাজার বন্দি থাকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলছেন এই কারাগার চালু হলে সোয়া দু’শ বছরের আগে নির্মিত সিলেট কেন্দ্রীয় কারাগারের বন্দিরা জরাজীর্ণ পরিবেশ থেকে মুক্তি পাবে।

১৭৮৯ সালে সিলেট শহরের কেন্দ্রস্থল ধোপাদিঘীর পাড়ে ২৪ দশমিক ৬৭ একর জমির ওপর নির্মাণ করা হয়েছিল সিলেট জেল। নির্মাণের সময় থেকে নানা সময়ে কয়েকটি স্থাপনা নির্মাণ এবং ১৯৯৭ সালে সিলেট কেন্দ্রীয় কারাগারে রূপান্তরের পর এই কারাগারের ধারণ ক্ষমতা দাঁড়ায় ১ হাজার ২১০ জনে। কিন্তু বর্তমানে এই জেলে বন্দি রয়েছে প্রায় দ্বিগুণ।
এ সম্পর্কে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এম এ জলিল, ‘দুই’শ জনের পানি আমাকে চার’শ জনের মাঝে ভাগে করে দিতে হয়।’

এদিকে পয়ঃনিষ্কাষণ ও পানির সমস্যা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকায় বন্দিরা মানবেতর জীবনযাপন করছে বলে মনে করেন সিলেট জেলা আইনজীবীরা।
এ সম্পর্কে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ লালা বলেন, ‘বর্তমানে জেলের যে জায়গা আছে তা বন্দিদের জন্য অপ্রত্যুল। তাছড়া বন্দিরা আমাদের কাছে অভিযোগ করেছে জেলে খাওয়ার সমস্যা আছে, ঘুমানোর জন্য জায়গা থাকে না , গোসল করায় সমস্যা। ফলে এর জন্য নতুন কোরাগার অত্যন্ত জরুরি।’

এ অবস্থায় ২০১১ সালের আগস্টে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সিলেট নগরী থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী সিলেট সদর উপজেলার বাদঘাটে ৩০ একর জমির ওপর অত্যাধুনিক সিলেট কেন্দ্রীয় কারাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এই স্থাপনা সম্পর্কে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমান বলেন, ‘আমরা আশা করি ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে। এবং এই লক্ষে দ্রæত কাজ শেষ করা হচ্ছে।’

নির্মাণাধীন দুই হাজার বন্দি ধারণ ক্ষমতা সম্পন্ন সিলেট কেন্দ্রীয় কারাগারে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, একশ শয্যার পাঁচ তলা বিশিষ্ট হাসপাতাল, ২০ শয্যার মানসিক হাসপাতাল, ২৫ শয্যার টিবি হাসপাতাল, স্কুল ও লাইব্রেরি ভবন ছাড়াও কর্মকর্তা-কর্মকর্তাদের জন্য ১৩০টি ফ্ল্যাট রয়েছে।
সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়