শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ০৯:২০ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ০৯:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসে কেরলের ১০০ তরুণ যোগ দিয়েছে বলে দাবি পুলিশের

অরিজিৎ দাস চৌধুরি, কলকাতা: ভারতের কেরলের ১০০ তরুণ আইসিসে যোগ দিয়েছে বলে দাবি করছে রাজ্যেটির পুলিশ।
পুলিশের দাবি, ভারতে আইসিসের নেটওয়ার্ক ছড়াতে শুরু করে এবং এক বছরে কেরল রাজ্য থেকে ২১ তরুণ উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটার পর প্রশাসনের টনক নড়ে। এরপর পুলিশ তদন্তের মাধ্যমে জানতে পারে কেরলের কাসরগড় ও পালাক্কাড জেলা থেকে পালানো তরুণরা জঙ্গি সংগঠন আইসিসে যোগ দিয়েছে।
সম্প্রতি এ নিয়ে তদন্ত করতে গিয়ে কমপক্ষে ১০০ তরুণের আইসিসে যোগদানের বিষয়টি পুলিশের নজরে আসে। তাঁদের দাবির সমর্থনে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মেসেজ সহ ৩০০ ভয়েস ক্লিপও ‌জোগাড় করেছে পুলিশ।
কিছুদিন আগে কেরল পুলিশ এক মহিলার একটি অডিও ক্লিপ উদ্ধার করে। সেখানে ওই মহিলা তাঁর স্বামীর মৃত্যুর খবর দিচ্ছে অন্য এক আত্মীয়কে। অডিও ক্লিপে ওই মহিলা বলছেন তাঁর স্বামী জিহাদ করতে গিয়ে মারা গেছে। শুধু তাই নয়, তাঁর দুই সন্তান এখনও সিরিয়ায় রয়েছে বলে ওই মহিলা জানিয়েছেন।
এছাড়া পুলিশের হাতে এসেছে কায়ুম নামে আরও এক ‌যুবকের অডিও ক্লিপ। যার সূত্র ধরে আরও ৩ ‌যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, কেরলের ওই তিন ‌যুবক সিরিয়ায় গিয়েছিল। সেখানে তারা জঙ্গি প্রশিক্ষণও নিয়েছে। তাদের কাছ থেকে সিরিয়ায় ‌যাওয়ার টিকিট, ভিসার ফোটোকপি উদ্ধার করা হয়েছে।
সজিব/আনিস
  • সর্বশেষ
  • জনপ্রিয়