শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ০৭:৪৬ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিন্দু নির্যাতনের হাতিয়ার ৫৭ ধারা বাতিল করতে হবে: গোবিন্দ চন্দ্র প্রামাণিক

তাসকিনা ইয়াসমিন: হিন্দু নির্যাতনের হাতিয়ার তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

আজ সোমবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আগামী ১৬ নভেম্বরের মধ্যে চট্টগ্রামের হাট হাজারী, কক্সবাজারের রামু, বাহ্মণবাড়িয়ার নাসিরনগর, রংপুরের ঠাকুর পাড়ায় হামলাকারী ও অগ্নিসংযোগকারীদের মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ঘোষণা  দিতে হবে।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নির্যাতন বন্ধে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং এই সম্প্রদায় থেকে একজনকে মন্ত্রী নিয়োগ করতে হবে। এই দাবিগুলো না মানলে হিন্দু সম্প্রদায় সারা দেশের প্রত্যেকটি জেলা ও উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের প্রধান উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. দূর্গাদাস ভট্টাচার্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়