শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ০৫:০৬ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈশ্বিক জলবায়ু ঝুঁকির তালিকায় আবারও ষষ্ঠ বাংলাদেশ

আনিস রহমান: বৈশ্বিক জলবায়ু ঝুঁকির তালিকায় আবারও ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ। জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মান ওয়াচের ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০১৮’-তে এ তথ্য উঠে এসেছে।

১৯৯৭ থেকে ২০১৬ সালের মধ্যে বিশ্বের ২০০টি দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে শুধু গত বছরের হিসেবে বাংলাদেশের অবস্থান ১৩তম। এতে দুর্যোগের সংখ্যা, প্রাণহানি ও ক্ষয়ক্ষতির মোট হিসাব বিবেচনায় নেয়া হয়েছে। এবারই প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দশম স্থানে এসেছে যুক্তরাষ্ট্রের নাম।

তালিকা অনুসারে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হন্ডুরাস। এরপর রয়েছে যথাক্রমে হাইতি (২), মিয়ানমার (৩), নিকারাগুয়া (৪) ও ফিলিপাইন (৫)। তালিকায় পাকিস্তান রয়েছে সপ্তম স্থানে।

বিশ্ব জলবায়ু সম্মেলন চলাকালে ওই সংস্থা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের তালিকাটি প্রকাশ করে থাকে। ২০০৮ সাল থেকে ওই তালিকা প্রকাশ করে আসছে সংস্থাটি।

প্রতিবেদনে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, ১৯৯৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে মোট ৮৫৯ জন মারা গেছেন। ওই সময়ে আর্থিক ক্ষতি হয়েছে দুই লাখ ৩১ হাজার কোটি ডলার। আর মোট ১৮৭টি দুর্যোগ বাংলাদেশে আঘাত হেনেছে। এসব দুর্যোগের মধ্যে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, পাহাড়ধসের মতো দুর্যোগ রয়েছে।

২০০৮, ২০০৯ ও ২০১০ সালের প্রতিবেদনে পৃথিবীর শীর্ষ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশ ছিল বাংলাদেশ। ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে বাংলাদেশের অবস্থান কিছুটা এগিয়েছে। তবে শুধু ২০১৬ সালের ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। অন্যদিকে একই বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান ছিল ষষ্ঠ।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়