শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ০২:৩০ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ দিন পর হারিরি বললেন, প্রাণভয়ে পদত্যাগ করেছি (ভিডিও)

রাশিদ রিয়াজ : লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন নিরাপত্তার জন্যেই তিনি পদত্যাগ করেছেন। তবে তিনি ফের লেবাননের প্রধানমন্ত্রীর দায়িত্বে ফিরে আসবেন কি না তা নির্ভর করছে হিজবুল্লাহর ওপর। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে লেবাননের আল-মুস্তাকবেল টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে পারস বলছে। তবে বিবিসি বলছে ফিউচার টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে হারির পদত্যাগের ৮ দিন পর প্রথম জনসমক্ষে এসে মুখ খুলেছেন।

হারিরি নিজের পদত্যাগের ব্যাপারে বলেছেন, ক’দিনের মধ্যেই লেবাননে ফিরে এসে তিনি সংবিধান মেনেই পদত্যাগ করবেন। সৌদি আরব থেকে দেয়া এক টেলিভিশন সাক্ষাতকারে তিনি বলেন, লেবাননকে তিনি একটি ‘পজিটিভ শক’ বা ইতিবাচক অভিঘাত দিতে চান বলেই, পদত্যাগ করেছিলেন। তবে তিনি এও বলেন, প্রয়োজনে তিনি তার পদত্যাগ বাতিল করে দিতে পারেন। অবশ্য এটি অনেকটি নির্ভর করছে ইরান সমর্থিত লেনানিজ পার্টি হিজবুল্লাহর উপর। এক্ষেত্রে হিজবুল্লাহকে আঞ্চলিক সংঘর্ষের বাইরে রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

এদিকে হারিরির সহযোগীরা বলে আসছিলেন সৌদি আরবে তাকে বন্দী করে আটক করে রাখা হয়েছে। হারিরি এ তথ্য অস্বীকার করেছেন। পদত্যাগের জন্যে তিনি হিজবুল্লাহকে দোষ দেন এবং নিজের পরিবারের নিরাপত্তার ব্যাপারে তিনি উৎকণ্ঠা প্রকাশ করেন।

সৌদি কর্তৃপক্ষের ছায়ায় বন্দী থেকে হারিরি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে যে গুঞ্জন উঠেছে, সেটিকে তিনি নাকচ করে দিয়েছেন। বলেছেন সৌদি আরবে তিনি মুক্ত রয়েছেন। সাক্ষাতকারের এক পর্যায়ে তিনি বলেন, এখানে (সৌদি আরবে ) আমি মুক্ত। যদি চলে যেতে চাই, আগামীকালই চলে যেতে পারব। কিন্তু আপনি জানেন আমার একটি পরিবার রয়েছে, তাদেরকে কি সুরক্ষা দেয়ার অধিকার আমার নেই।

পদত্যাগের ঘোষণা দেয়ার জন্য কেন সৌদি আরবকে বেছে নিলেন এবং পদত্যাগ করার পর গত এক সপ্তাহ কেন আত্মগোপনে ছিলেন তার কোনো কারণ জানাননি হারিরি। তিনি দাবি করেন, তার নিজের প্রাণের পাশাপাশি লেবাননের জন্য নিরাপত্তাগত হুমকি তৈরি হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। তিনি বলেন, তার পরিবারের সুরক্ষার অধিকার তার আছে।

লেবাননের প্রধানমন্ত্রী বলেন, পদত্যাগের পর তিনি সৌদি আরবে নিজ বাসভবনে অবস্থান করছেন। তিনি আরো বলেন, আমার কাছে এমন কিছু খবর ও তথ্য ছিল যার কারণে পদত্যাগ করে লেবাননকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি।

কীভাবে এই হুমকি দেয়া হয়েছিল তার কোনো বিবরণ না দিয়ে সাদ হারিরি আবারো মধ্যপ্রাচ্যে নেতিবাচক ভূমিকা রাখার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেন। আল-মুস্তাকবেল টেলিভিশন হারিরির মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। দেশটির আল-মানার, লুবনান, আল-জাদিদ, এনবিএন এবং ওটিভি’সহ অন্যান্য টিভি চ্যানেল ঘোষণা করে, প্রেসিডেন্ট মিশেল আউনের দিক-নির্দেশনা মেনে তারা সাদ হারিরির বক্তব্য সম্প্রচার করা থেকে বিরত রয়েছেন। প্রেসিডেন্ট আউন এখনো প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগপত্র গ্রহণ বা নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেননি। প্রেসিডেন্ট আউন বলেছেন, যতক্ষণ হারিরি সৌদি আরবে অবস্থান করবেন ততক্ষণ তার কথার কোনো গ্রহণযোগ্যতা নেই। কারণ, সৌদি সরকার তার তৎপরতা নিয়ন্ত্রণ করছে বলেই মনে হচ্ছে।

এদিকে হারিরি সাক্ষাৎকার দেবেন বলে আল-মুস্তাকবেল টেলিভিশন বিজ্ঞাপন প্রচার শুরু করার পর মিশেল আউন রোববার বলেন, সৌদি আরবে যে জটিল পরিস্থিতি বিরাজ করছে তাতে হারিরি যে বক্তব্যই দিননা কেন তাকে তার স্বপ্রণোদিত বক্তব্য বলে গ্রহন করা যাবে না। সাদ হারিরি গত ৪ নভেম্বর সৌদি আরব সফরে গিয়ে আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। বিদেশ সফরে গিয়ে রাষ্ট্রের শীর্ষ পদে ইস্তফা দেয়ার নজীর বিরল। লেবাননের কর্মকর্তারা মনে করছেন, লেবাননের হিজবুল্লাহ’র ক্ষতি করার উদ্দেশ্যে সৌদি আরবের চাপের মুখে পদত্যাগ করেছেন হারিরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়