শিরোনাম
◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও)

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ০৭:০৭ সকাল
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাসেলসে উৎযাপনকে ঘিরে দাঙ্গা এবং লুটপাট

বাঁধন : ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের জন্যে আফ্রিকার পাঁচ দেশের মধ্যে থেকে মরক্কো বিশ্বকাপ নিশ্চিত করলে ব্রাসেলসে এই দিনটি উৎযাপিত হয়েছে। তবে দ্রুতই এই উৎযাপন দাঙ্গায় রুপ নেয়, এবং এতে করে ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আইভরি কোস্টকে ২-০ গোলে হারানোর পরপরই মরক্কোর সমর্থকরা রাস্তায় নেমে পড়ে। কিচ্ছুক্ষণের মধ্যেই তাদের উৎযাপন দাঙ্গায় রুপ নেয়, এবং তারা একটি গাড়ি পুড়িয়ে ফেলে।

পুলিশ এই দাঙ্গা থামাতে আসলে পুলিশের ওপর হামলা করা হয় এবং এতে করে ২০ জন পুলিশ আহত হয়।

স্থানীয় পুলিশ জানায়, দাঙ্গায় অন্তত ৩০০ জন সমর্থক অবস্থান করছিল, এবং কিছু মানুষ পুলিশের ওপর পাথর ছুঁড়েছে। তারা বিভিন্ন দোকানের কাঁচ ভেঙ্গে ফেলে এবং বেশকিছু দোকানে লুটপাট করে।

এএফপি সংবাদ সংস্থা জানায়, স্থানীয় সময় রাত সাড়ে নয়টার মধ্যে দাঙ্গা থেমে যায় এবং শান্তি ফিরে আসে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, নেদারল্যান্ডেও মরক্কোর সমর্থকরা দাঙ্গা করেছে, এবং তারাও পুলিশ কর্মকর্তাদের ওপর পাথর ছোড়ে। এই ঘটনায় দেশটির মধ্যে এখন অস্থিরতা বিরাজ করছে। সূত্র : বিবিসি এবং এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়