শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ০৩:০০ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ইসলামিক বা শরিয়তি ব্যাংক চালুর অনুমতি দেবে না রিজার্ভ ব্যাংক

আশিস গুপ্ত, নয়াদিল্লি : ভারতে ইসলামিক বা শরিয়তি ব্যাঙ্ক চালুর অনুমতি দেবে না  রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক–রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তথ্যের অধিকার সংক্রান্ত আইন বিষয়ক প্রশ্নের উত্তরে আরবিআই জানিয়েছে দেশের প্রত্যেক নাগরিককে ব্যাঙ্কিং এবং আর্থিক পরিষেবা সমানভাবে দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। কারণ ইসলাম মতে, শরিয়া ব্যাঙ্কিং পরিষেবার নীতি হল সুদ না দেওয়া। ইসলামিক বা সুদহীন ব্যাঙ্কিং পরিষেবা দেশে  চালুর ক্ষেত্রে বিস্তারিত বিবরণ আরবিআই–কে দিতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। আরবিআই গতবছর ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে একটি চিঠি দিয়ে জানিয়েছিল, ইসলামিক অর্থনীতির জটিলতার জন্য ভারতে ক্রমান্বয়ে এই পরিষেবা চালু করা উচিত। কারণ ভারতীয় ব্যাঙ্কগুলির এসম্পর্কে কোনও অভিজ্ঞতা নেই। তাছাড়া শরিয়া ব্যাঙ্কিং পরিষেবার নির্দেশগুলি যাতে অন্য ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে মিশে না যায়, সেদিকেও লক্ষ্য রাখা জরুরি। এ দেশে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিতে নাগরিকরা ‘অনেক বেশি সমানাধিকার’ পান, এই যুক্তিতে ভারতে শরিয়তি ব্যাঙ্ক চালুর প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে।সরকারের বক্তব্য  ভারতে শরিয়তি ব্যাঙ্ক চালু হলে, দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় একটা অসাম্য দেখা দেবে। যা নাগরিকদের পক্ষেও অনভিপ্রেত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়