শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ০২:২৫ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিদ্যুতায়ন করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ক্যাম্প এলাকা এখন আলোয় আলোকিত। সরকারের বিদ্যুৎ বিভাগের উদ্যোগে বিস্তীর্ণ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিদ্যুতায়ন করা হয়েছে।

ফলে শত কষ্টের মধ্যেও সন্ধ্যার পর গুমোট অন্ধকার থেকে মুক্তি পেয়ে খুশি মায়ানমার থেকে পালিয়ে আসা রাহিঙ্গা জনগোষ্ঠী।

বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ও রোহিঙ্গা শরণার্থী বিষয়ক ফোকাল পয়েন্টের মুখ্য কর্মকর্তা আবুল খায়ের মো. আমিনুর রহমান রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধানে ইতোমধ্যে উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা অধ্যুষিত ১২টি ক্যাম্প এলাকার ৯ কিলোমিটার সড়ক ও বিভিন্ন গলিতে বিদ্যুতায়ন করা হয়েছে। উচ্চ আলোসম্পন্ন ১০টি ফ্লাড লাইট ও ৫৭টি স্ট্রিট লাইট লাগানো হয়েছে। সন্ধ্যা হলেই এসব লাইটের উজ্জ্বল আলোয় আলোকিত হয় পুরো রোহিঙ্গা ক্যাম্প এলাকা। ’

তিনি জানান, আরো ১৮ কিলোমিটার সড়কে বিদ্যুতায়নের পরিকল্পনা রয়েছে।

আবুল খায়ের মো. আমিনুর রহমান বলেন, ‘এ ছাড়াও ৮টি নিবন্ধন কেন্দ্র, ৯টি ত্রাণ বিতরণ কেন্দ্র, ৪টি মেডিকেল ক্যাম্প, বিশ্ব খাদ্য কর্মসূচির খাদ্য গুদাম, ৩টি সমন্বয় কেন্দ্র, ২টি সেনা আবাসিক এলাকা, ৪টি মোবাইল চার্জিং স্টেশনে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এরপরও যেকোন প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য প্রস্তুত রয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ’

এদিকে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের দেয়া ও মিয়ানমার থেকে সঙ্গে নিয়ে আসা সোলার প্যানেলের মাধ্যমে অনেক রোহিঙ্গা অস্থায়ী ছোট্ট ঘরে আলোর ব্যবস্থা হয়েছে। রাতের খাবারটুকু সারতে পারছেন আলোয়।

পাশাপাশি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরিচালিত ক্যাম্প এলাকায় স্থাপিত মোবাইল চার্জিং স্টেশনগুলোতে মোবাইল ও চার্জার লাইটসহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী চার্জ দেয়ার সুবিধা ভোগ করছেন রোহিঙ্গারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়