শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ০১:৫৮ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শত্রুরা মধ্যপ্রাচ্যে নয়া ষড়যন্ত্রের ছক কষছে: ড. হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন মধ্যপ্রাচ্যে শত্রুদের বিচিত্র ষড়যন্ত্র ব্যর্থ হবার পর এখন তারা নয়া ষড়যন্ত্রের ছক কষছে। শনিবার তেহরানে তিন বিভাগের প্রধানদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে জনগণের বিরাট সাফল্যের কথাও তুলে ধরেন ড. রুহানি।

তিনি বলেন, ইরাক, সিরিয়া এবং লেবাননের জনগণ আজ সন্ত্রাস থেকে মোটামুটি মুক্ত বলা যায়। ইসলামি প্রজাতন্ত্র ইরানের মতো বিশেষ বন্ধু রাষ্ট্রের সহযোগিতায় ওই তিন দেশের সেনারাই সন্ত্রাসবাদের মতো জঘন্য একটি সমস্যা থেকে তারা প্রায় মুক্তি পেয়েছে। সন্ত্রাসবাদ এখন পরিসমাপ্তির পথে বলেও তিনি মন্তব্য করেন।

ড. রুহানি বলেন, মধ্যপ্রাচ্যের মানচিত্রে শত্রুরা পরিবর্তন আনতে চেয়েছিল। তাদের সেই পরিকল্পনাও ব্যর্থ হয়েছে। স্বাভাবিকভাবেই আমেরিকা,ইহুদিবাদী ইসরাইলসহ তাদের সহযোগিরা ভীষণ অসন্তুষ্ট। ইরানের প্রেসিডেন্ট বলেন কয়েক বছর ধরে ইয়েমেনের গরীব মানুষের ওপর বোমা হামলা চালানো হচ্ছে। সেখানে কলেরা ছড়িয়ে পড়েছে, দুর্ভিক্ষের মাঝে অনাহারে সেখানে মারা যাচ্ছে মানুষ। তাদের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার সকল পথও তারা অবরোধ করে রেখেছে। এই বর্বরতা কোনোভাবেই মেনে নেয়া যায় না বলে ড. রুহানি মন্তব্য করেন। শত্রুদের ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি তিনি আহ্বান জানান।

সকল গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. রুহানি বলেন,আধিপত্যবাদী শক্তিগুলো বিশেষ করে আমেরিকার উদ্দেশ্য হলো জনগণকে নিরাশ করা। শত্রুদের ওই ফাঁদে যেন কেউ পা না দেয় সে ব্যাপারে সচেতন থাকতে হবে। -পার্সটুডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়