শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ০১:৫৪ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালুকায় মেম্বারকে লাঞ্ছিত করার প্রতিবাদে ইউনিয়ন পরিষদে তালা

আবুল বাশার শেখ,ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিহের ভালুকা উপজেলার ৯ নং কাচিনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মেম্বার হাসমত আলীকে লাঞ্ছিত করার প্রতিবাদে শনিবার হতে কাচিনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালাদিয়ে অনির্দিষ্ট কালের কর্ম বিরতি চলছে।
রোববার সরজমিন গিয়ে দেখাযায় বাটাজোর বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সকল কক্ষে তালাদেয়া অবস্থায় লেখা রয়েছে কর্ম বিরতি। এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটনের কাছে পরিষদে তালা ও কর্মবিরতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান গত ১০ নভেম্বর শুক্রবার রাতে মনিচালা গ্রামে জামাল ও মিলনের মধ্যে গোলযোগের খবর পেয়ে ২নং ওয়ার্ড মেম্বার হাসমত আলী ও চৌকিদার আলীমকে তিনি সেখানে বিষয়টি সুরাহার জন্য পাঠান।
ওই সময় সাবেক মেম্বার জাহাঙ্গীর তার লোকজন নিয়ে হাসমত আলী মেম্বারের উপর অতর্কিত হামলা চালিয়ে শারিরিক লাঞ্ছিত করে। পরে এলাকাবাসীর সহায়তায় সে উদ্ধার পায়। এ ঘটনার পর তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে কাচিনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ও সকল মেম্বারদের অংশ গ্রহনে বিচার না হওয়া পর্যন্ত ইউপি কাার্যালয় বন্ধ রেখে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ব্যাপারে ২ নং ওয়ার্ড মেম্বার হাসমত আলী জানান চেয়ারম্যানের নির্দেশে তিনি চৌকিদার আলীমকে সাথে নিয়ে মনিচালা গ্রামে জামালের বাড়ীতে গিয়ে মিলনকে ঘরে বসা অবস্থায় পান। মিলন ও জামালের মধ্যে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে বিবাদ চলছিল। এক পর্যায়ে সাবেক মেম্বার জাহাঙ্গীর তার লোকজন নিয়ে তার উপর হামলা চালায়, তার মোটর সাইকেল ভাংচুর করে।
পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। এ ব্যাপারে মোবাইল ফোনে সাবেক মেম্বার জাহাঙ্গীরের সাথে কথা বললে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন হাসমত মেম্বারকে মারপিটের কোন ঘটনা ঘটেনি। সম্পাদনা: মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়