শিরোনাম
◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৭, ০১:৫৮ রাত
আপডেট : ১৩ নভেম্বর, ২০১৭, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়ি চালাইলে রুট পারমিট বাতিল কইরা দিবে

ডেস্ক রিপোর্ট: আমরা যদি গুলশান ও পল্টনের দিকে গাড়ি নিয়া যাই, তবে আমগো রুট পারমিট বাতিল কইরা দিবে। গাড়ি চালাইলেই খবর আছে কইয়া দিছে’, কথাগুলো বলছিলেন রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় পার্কিং করে রাখা একটি বাসের চালক। এখানে সারিবদ্ধভাবে অনেক বাস, হিউম্যান হলার পার্কিং করে রাখা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই চালক আরও বলেন, ‘আমগো বইলা দেয়া আছে আমরা য্যান ওইদিকে (গুলিস্তান-পল্টন) না যাই। তয় সকালে দুইডা ট্রপ দিতে পারছি। এরপর থ্যাইকা এহানে গাড়ি পার্কিং কইরা রাখছি। আমরা যদি ওইদিকে যাই, তবে আমগো ট্যাকাও নিয়া নিব বলে হুমকি দিছে।

কে বা কারা এই হুমকি দিয়েছে এমন প্রশ্নের উত্তর দিতে নারাজ সেখানে গাড়ি পার্কিং করে রাখা পরিবহন শ্রমিকরা। তবে তারা জানান, এ বিষয়ে মালিকপক্ষ ভালো জানে।

১১ নভেম্বর বেলা ১১ টায় রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকায় দেখা যায়, গুলিস্তান ও পল্টনগামী এই রুটে অন্যান্য দিনের তুলনায় যাত্রীবাহী বাসের সংখ্যা একেবারেই কম। যে দু-একটি বাস চলাচল করছে সেসব লোকাল বাসও গেটলক আকারে চলাচল করছে।

রাজধানীর প্রবেশদ্বার গাবতলী, মিরপুরের দিয়াবাড়ি, আব্দুল্লাহপুর এলাকায় দেখা গেছে, ঢাকার আশপাশের জেলায় যাতায়াতকারী বাসের সংখ্যা আজ নেই বললেই চলে। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। মানিকগঞ্জ, ধামরাই, সাভার, আশুলিয়া, গাজীপুর থেকে ঢাকায় আসা বাসগুলো চলাচল করছে না। এছাড়াও বেশিরভাগ সড়কই ফাঁকা। তেমন যানজট চোখে পড়েনি।

নাম না প্রকাশ করার শর্তে রাজধানীর ভেতরে চলাচলকারী বাসের কয়েকজন চালক জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে কেন্দ্র করেই ‘উপরের নির্দেশে’ বাসগুলো বন্ধ রাখা হয়েছে। বাস চালালে রুট পারমিট বাতিল করা হবে বলেও নির্দেশনা রয়েছে।

গাবতলীতে দেখা গেছে, অন্যদিন যেখানে মিনিটে মিনিটে বাস ঢাকায় প্রবেশ করত, আজ সেখানে তেমন বাস নেই। দুই একটি বাস আসলেও তাতে যাত্রীদের পা ফেলার জায়গা নেই। যারা দাঁড়িয়ে আছেন, তারা উঠতে পারছেন না। নিউমার্কেট এলাকায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন মুহীবুর রহমান। তিনি বলেন, ‘প্রায় ঘণ্টা দেড়েক হলো দাঁড়ায়ে আছি, কোনো বাস নাই। একটা দুইটা আইলেই তাতে ওঠার কোনো জো নেই।’

মানিকগঞ্জ থেকে ফোনে সাদিয়া আফরোজ  বলেন, ‘মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছাড়ছে না। আমি সকালে বের হয়ে দুই ঘণ্টা অপেক্ষা করেও ঢাকা যাইতে পারি নাই। ড্রাইভাররা বলছে, বিকেল চারটার পর গাড়ি ছাড়ার সম্ভাবনা রয়েছে। এর আগে যাওয়া যাবে না।’

মিরপুরের দিয়াবাড়ি এলাকায় এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে দেখা গেছে, আশুলিয়া থেকে ছেড়ে আসা কোনো বাস ঢোকেনি।
বাড্ডা এলাকায় দেখা গেছে, গাজীপুর থেকে গুলিস্তান-পল্টন রুটে চলাচলকারী বন্ধু, সুপ্রভাত স্পেশাল নামে গণপরিবহনগুলো সারিবদ্ধভাবে পার্কিং করে রাখা। এর আশপাশে অলস সময় পার করছেন পরিবহনগুলোর শ্রমিকেরা।
নাঈম নামে এক যাত্রী বলেন, গত দিনেও এই সড়কে এমন সময়ে জ্যাম লেগে থাকত। আজ তো বাসই নেই।

প্রিয়াঙ্কা নামে এক নারী যাত্রী বলেন, ‘এই সড়কে গেটলক বাসও যে আছে আমি জানতামই না। আগে গেটলক নামধারী বাসে উঠলেও বাস চলতো লোকালের মতো। আজ লোকাল বাসও চলছে গেটলকের মতো। আজ বাস পাচ্ছি না।’
এ ছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে। শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সীগঞ্জের নৌচলাচলও বন্ধ রাখা হয়েছে।

উল্লেখ্য, রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। প্রায় আড়াই বছর পর রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়েছে দলটি। এই সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে। প্রিয়.ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়